নিজস্ব প্রতিবেদক :
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকার আন্দোলন-সংগ্রামে আরও গতি আনতে দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় দুই নেতাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢাকা দক্ষিণে এবং জাহাঙ্গীর কবির নানক ঢাকা উত্তরের সমন্বয়কের দায়িত্বে পালন করবেন।
মির্জা আজম বলেন, সামনে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম আছে। সেখানে আমাদের করণীয় সম্পর্কে সমন্বয় করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দুজনেরই অতীতে রাজনৈতিক অভিজ্ঞতা আছে, সে কারণেই তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে মহানগরের দুই অংশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক ও লে. কর্নেল (অব.) ফারুক খানকে দায়িত্ব দেওয়া হয়েছিলো। এ বিষয়ে জানতে চাইলে মির্জা আজম বলেন, তারাও দায়িত্বে আছেন। তারা দুই অংশের কমিটি গঠনের দায়িত্বে আছেন।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবির নানককে। আর দক্ষিণের দায়িত্ব পেয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে চায় আওয়ামী লীগ। এক্ষেত্রে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধিতে জোর দিচ্ছে ক্ষমতাসীন দলটি।
আরও জানা গেছে, ক্ষমতাসীন দলের ঢাকা বিভাগ সাংগঠনিকভাবে তুলনামূলক দুর্বল। আর এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাংগঠনিক কাজের দুর্বলতার কারণেই নানক-মায়াকে সংযোজন করা হয়েছে।
একইভাবে দায়িত্বে দুর্বলতার অভিযোগ রয়েছে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধেও।