নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ কমসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ৮ নভেম্বর পর্যন্ত গত ১২ দিনে ঢাকায় বিএনপির এক হাজার ৭৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে মামলা দায়ের হয়েছে ১১৯টি।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি জানান, রাজধানীতে গত ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১ জন, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০ জন এবং সর্বশেষ গতকাল ৮ নভেম্বর ৪১ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। ১২ দিনে মোট গ্রেফতারের সংখ্যা এক হাজার ৭৩৭ জন।