নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (০৭ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। তাদের একজন মারা গেছেন।
আজিজুর রহমান মুছাব্বির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদকও ছিলেন। তবে এখন তার কোনো পদ ছিল না।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন মুছাব্বির।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুছাব্বির, তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদসহ কয়েকজন স্টার কাবাবের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুছাব্বিরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। তখন মাসুদও গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
পরে মাসুদকে বিআরবি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার পেটের বাঁ পাশে গুলি লেগেছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান।
তিনি বলেন, ইতোমধ্যে তার অপারেশন হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
এদিকে মুছাব্বির খুন হওয়ার খবরে রাতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন তার সমর্থকরা। ফলে সেখানে যান চলাচল ব্যাহত হয়।
রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী তাদের একপাশে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
নিজস্ব প্রতিবেদক 






















