Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় লিটন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপের মাঝে দেশে ফেরার দরজা খুলে দিয়েছিলেন সাকিব। মুম্বাই থেকে সাকিব ঢাকা ফিরেছিলেন তিনদিনের ছুটি নিয়ে। ঢাকায় ফিরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেন বাঁহাতি ব্যাটসম্যান। সেখানে তিনদিন কাজ করার কথা থাকলেও দুদিন করেই কলকাতায় ফিরে যান। এবার লিটন ফিরলেন ঢাকায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আজ দুপুরে ঢাকায় পা রাখেন। তার ঢাকায় ফেরার কারণটা ভিন্ন।

বুধবার (১ নভেম্বর) বিকেলে দেশে আসেন এই ডানহাতি ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

চলতি বিশ্বকাপের বাংলাদেশ দলের এই টিম ম্যানেজার জানান, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন লিটন। আগামী ৩ নভেম্বর দিল্লিতে দলের পরবর্তী ট্রেনিং সেশনে যোগ দেবেন। জরুরি পারিবারিক প্রয়োজনে লিটন ছুটি নিয়েছেন। আগামী ৩ নভেম্বর দিল্লিতে দলের নির্ধারিত ট্রেনিং সেশনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

জানা গেছে, লিটন ও তার স্ত্রী তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন। এখন তার কাছ থেকে সুখবর শোনার অপেক্ষা। অবশ্য বিশ্বকাপে তার সময় খুব একটা ভালো কাটেনি। সর্বোচ্চ ৭৬ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া ভারত ম্যাচে ৬৬ রান করেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে তার রান ছিল ৪৫। তার সবগুলো প্রচেষ্টা বিফলে গেছে।

আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হারের বৃত্ত ভাঙার অপেক্ষায় সাকিব আল হাসানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঢাকায় লিটন

প্রকাশের সময় : ০১:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপের মাঝে দেশে ফেরার দরজা খুলে দিয়েছিলেন সাকিব। মুম্বাই থেকে সাকিব ঢাকা ফিরেছিলেন তিনদিনের ছুটি নিয়ে। ঢাকায় ফিরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেন বাঁহাতি ব্যাটসম্যান। সেখানে তিনদিন কাজ করার কথা থাকলেও দুদিন করেই কলকাতায় ফিরে যান। এবার লিটন ফিরলেন ঢাকায়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর আজ দুপুরে ঢাকায় পা রাখেন। তার ঢাকায় ফেরার কারণটা ভিন্ন।

বুধবার (১ নভেম্বর) বিকেলে দেশে আসেন এই ডানহাতি ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

চলতি বিশ্বকাপের বাংলাদেশ দলের এই টিম ম্যানেজার জানান, জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন লিটন। আগামী ৩ নভেম্বর দিল্লিতে দলের পরবর্তী ট্রেনিং সেশনে যোগ দেবেন। জরুরি পারিবারিক প্রয়োজনে লিটন ছুটি নিয়েছেন। আগামী ৩ নভেম্বর দিল্লিতে দলের নির্ধারিত ট্রেনিং সেশনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

জানা গেছে, লিটন ও তার স্ত্রী তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন। এখন তার কাছ থেকে সুখবর শোনার অপেক্ষা। অবশ্য বিশ্বকাপে তার সময় খুব একটা ভালো কাটেনি। সর্বোচ্চ ৭৬ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া ভারত ম্যাচে ৬৬ রান করেন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে তার রান ছিল ৪৫। তার সবগুলো প্রচেষ্টা বিফলে গেছে।

আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হারের বৃত্ত ভাঙার অপেক্ষায় সাকিব আল হাসানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।