সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে হঠাৎ করেই কালো ধোঁয়া বের হতে থাকে। এতে করে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে ভয়ে চিৎকার করতে থাকে।
শনিবার (০৩ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়। পথিমধ্যে মাইজগাঁও স্টেশনের আগে কটালপুর এলাকায় পৌঁছার পর দুই বগির মধ্যে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। আগুনের কালো ধোঁয়া বের হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
অবশ্য এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (০৩ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়। পথিমধ্যে মাইজগাঁও স্টেশনের আগে কটালপুর এলাকায় পৌঁছার পর দুই বগির মধ্যে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে।
আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রেনের সাথে কাভার্ডভ্যানের ধাক্কা লেগে নিহত ১
পরে ট্রেনটি মাইজগাঁও স্টেশনে থামলে সংশ্লিষ্টরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের ধোঁয়া বের হওয়ার কারণে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এসময় যাত্রীরা চিৎকার শুরু করলে ট্রেন থামিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার একটি টিম ঘটনাস্থল উপস্থিত হয়।
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান বলেন, ট্রেনটি ৬টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পৌনে ৭টার দিকে কটালপুর এলাকায় পৌঁছামাত্র দুই বগির মধ্যে স্পার্কিংয়ের কারণে ধোঁয়া বের হয়।
এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলে ট্রেন থামিয়ে দেওয়া হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য মাইজগাঁও স্টেশনে ট্রেনটি পৌঁছার পর সংশ্লিষ্টরা মেরামত করলে এটি পুণরায় ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।