Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে : রিজভী

গাজীপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। ভাই আপনাদের কেন এই জ্বালা? আপনাদের উদ্দেশ্য কি?

শনিবার (১৪ জুন) বিকালে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রাথমিকভাবে ঘোষিত এপ্রিলে নির্বাচনের সময়সীমা নিয়ে রিজভী প্রশ্ন রাখেন, আপনারা বলেন তো রমজান মাসে কি নির্বাচনি প্রচরণা করা যায়? এপ্রিলে নির্বাচন হলে কখন প্রচরণা চালাবেন, কখন আইনি প্রক্রিয়া হবে, কখন নমিনেশন পেপার জমা নিবে? এমন সময় নির্বাচন দরকার যখন অন্য কোন ধর্মীয় অনুষ্ঠান থাকবে না; সেটাই উপযুক্ত সময় বলে মনে করি আমরা।’

‘তাহলে লন্ডনে যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হয়, সেটা তো ভালো। ওই সময়ে আবহাওয়া ভালো, ঈদ নেই, পহেলা বৈশাখ নেই। ওই সময় যদি নির্বাচন হয়… তাহলে উপযুক্ত সময়, এপ্রিল উপযুক্ত সময় নয়। ওই সময় বৈশাখ মাস কালবৈশাখী ঝড় হবে, তান্ডব চলবে,’ যোগ করেন তিনি।

লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ‘যৌথ বিবৃতি’ দেওয়ায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে’ বলে জামায়াতে ইসলামীর মন্তব্যকে ইঙ্গিত করে রিজভী বলেন, আমাদের কিছু রাজনৈতিক বন্ধু লন্ডনের বৈঠক কে বলেছে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেননি। আপনারা ৭১ সালে বিরোধিতা করেছেন, আপনারা ৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন, আপনারা ৯৫ সালে হাসিনার সঙ্গে বিএনপির বিরোধিতা করেছেন, আপনারা ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের? রাজনীতি মানে জনগণের কাছে অঙ্গীকার।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বারবার বলেছেন, এই শেখ হাসিনা দুর্বৃত্ত। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, তান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে। কথা বললে তার ঠিকানা হয়েছে আয়নাঘরে, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনারা সেই আওয়ামী লীগকে মাফ করে দিবেন। আপনাদের রাজনীতি ভুলে ভরা।

ভারতের পুশইন প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রতিদিন দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের কার্ডধারী মানুষকে পুশইন করা হচ্ছে। এর মাধ্যমে ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদেরই নিতে হবে।’

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক সাফিন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মুসল্লী, এমদাদুল হক মুসল্লী প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে : রিজভী

প্রকাশের সময় : ১০:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। ভাই আপনাদের কেন এই জ্বালা? আপনাদের উদ্দেশ্য কি?

শনিবার (১৪ জুন) বিকালে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রাথমিকভাবে ঘোষিত এপ্রিলে নির্বাচনের সময়সীমা নিয়ে রিজভী প্রশ্ন রাখেন, আপনারা বলেন তো রমজান মাসে কি নির্বাচনি প্রচরণা করা যায়? এপ্রিলে নির্বাচন হলে কখন প্রচরণা চালাবেন, কখন আইনি প্রক্রিয়া হবে, কখন নমিনেশন পেপার জমা নিবে? এমন সময় নির্বাচন দরকার যখন অন্য কোন ধর্মীয় অনুষ্ঠান থাকবে না; সেটাই উপযুক্ত সময় বলে মনে করি আমরা।’

‘তাহলে লন্ডনে যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হয়, সেটা তো ভালো। ওই সময়ে আবহাওয়া ভালো, ঈদ নেই, পহেলা বৈশাখ নেই। ওই সময় যদি নির্বাচন হয়… তাহলে উপযুক্ত সময়, এপ্রিল উপযুক্ত সময় নয়। ওই সময় বৈশাখ মাস কালবৈশাখী ঝড় হবে, তান্ডব চলবে,’ যোগ করেন তিনি।

লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ‘যৌথ বিবৃতি’ দেওয়ায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে’ বলে জামায়াতে ইসলামীর মন্তব্যকে ইঙ্গিত করে রিজভী বলেন, আমাদের কিছু রাজনৈতিক বন্ধু লন্ডনের বৈঠক কে বলেছে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেননি। আপনারা ৭১ সালে বিরোধিতা করেছেন, আপনারা ৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন, আপনারা ৯৫ সালে হাসিনার সঙ্গে বিএনপির বিরোধিতা করেছেন, আপনারা ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের? রাজনীতি মানে জনগণের কাছে অঙ্গীকার।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বারবার বলেছেন, এই শেখ হাসিনা দুর্বৃত্ত। হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, তান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে। কথা বললে তার ঠিকানা হয়েছে আয়নাঘরে, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনারা সেই আওয়ামী লীগকে মাফ করে দিবেন। আপনাদের রাজনীতি ভুলে ভরা।

ভারতের পুশইন প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রতিদিন দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের কার্ডধারী মানুষকে পুশইন করা হচ্ছে। এর মাধ্যমে ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদেরই নিতে হবে।’

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক সাফিন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মুসল্লী, এমদাদুল হক মুসল্লী প্রমুখ।