স্পোর্টস ডেস্ক :
ডোপিং কেলেঙ্কারিতে জড়ালো লঙ্কান জাতীয় দলের উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার নাম। এতে তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময় বিশ্ব এন্টি-ডোপিং নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠিত ডোপিং পরীক্ষায় ব্যর্থ হয়েছেন ডিকভেলা। পরবর্তী তদন্ত চলাকালীন সময় পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
শ্রীলংকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সরিয়ে রাখা হবে ডিকভেলাকে, শ্রীলংকান প্রিমিয়ার লিগের সময় করা ডোপ টেস্টে ডিকভেলা উতরে যেতে পারেননি। তাকে এই মুহূর্তে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া, কোন ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবে না। বিশ্ব অ্যান্টি ডোপিং কমিশনের সাথে কাজ করছি আমরা এই ব্যাপারে।
৩১ বছর বয়সী ডিকভেলা ২০২৪ এলপিএলে গল মার্ভেলের অধিনায়ক ছিলেন। সবশেষ তাকে জাতীয় দলে খেলতে দেখা গেছে ২০২৩ সালের মার্চে। চলতি বছর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ডাক পেয়েছিলেন। কিন্তু একটি ম্যাচেও সুযোগ পাননি।
নিয়ম ভাঙায় অবশ্য ডিকভেলার নাম নতুন নয়। ২০২১ সালে কুশল মেন্ডিস ও দানুস্কা গুনাতিলাকার সঙ্গে তিনিও বায়ো বাবল ভাঙায় নিষিদ্ধ হন। সবমিলিয়ে শ্রীলঙ্কার টেস্টে ২৭৫৭ রান, ওয়ানডেতে ১৮০৪ রান ও টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন।