Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেল্টা এয়ারলাইন্সের বিমানে তীব্র ঝাঁকুনি জরুরি অবতরণ, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

আমেরিকার মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ভয়াবহ টার্বুলেন্স বা ঝাঁকুনির কারণে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সল্ট লেক সিটি বিমানবন্দর থেকে অ্যামস্টারডামের উদ্দেশে যাত্রা শুরু করে ডেল্টা ফ্লাইট ৫৬। নয় ঘণ্টার এই যাত্রাপথে মাত্র দুই ঘণ্টার মাথায় মাঝআকাশে প্রবল ঝাঁকুনির মুখে পড়ে বিমানটি। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিনিয়াপোলিসে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বিমানটিকে।

ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিয়াপোলিসে অবতরণের পরপরই জরুরি চিকিৎসা দল বিমানবন্দরে হাজির হয়ে যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর ২৫ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

বিমানটিতে মোট ২৭৫ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ডেল্টা তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আমাদের যাত্রীদের তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করছি।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের হিসাব অনুযায়ী, ২০০৯ সালের পর থেকে টার্বুলেন্সজনিত ঘটনায় ২০৭ জন গুরুতর আহত হয়েছেন, যাদের প্রত্যেকেই হাসপাতালে অন্তত ৪৮ ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন।

বিশ্বব্যাপী প্রতিবছর ৩৫ মিলিয়নের বেশি ফ্লাইট পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ৫ হাজার ফ্লাইটে গুরুতর বা তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটে থাকে।

বিশেষজ্ঞরা জানান, ‘সিভিয়ার টার্বুলেন্স’ বা তীব্র ঝাঁকুনির সময় বিমানে ১.৫ জি-ফোর্সের বেশি চাপ সৃষ্টি হয়। এর ফলে কেউ যদি সিটবেল্ট না পরেন, তাহলে তিনি আসন থেকে পরে যেতে পারেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

ডেল্টা এয়ারলাইন্সের বিমানে তীব্র ঝাঁকুনি জরুরি অবতরণ, আহত ২৫

প্রকাশের সময় : ০২:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

আমেরিকার মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ভয়াবহ টার্বুলেন্স বা ঝাঁকুনির কারণে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সল্ট লেক সিটি বিমানবন্দর থেকে অ্যামস্টারডামের উদ্দেশে যাত্রা শুরু করে ডেল্টা ফ্লাইট ৫৬। নয় ঘণ্টার এই যাত্রাপথে মাত্র দুই ঘণ্টার মাথায় মাঝআকাশে প্রবল ঝাঁকুনির মুখে পড়ে বিমানটি। পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিনিয়াপোলিসে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বিমানটিকে।

ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিয়াপোলিসে অবতরণের পরপরই জরুরি চিকিৎসা দল বিমানবন্দরে হাজির হয়ে যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর ২৫ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

বিমানটিতে মোট ২৭৫ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ডেল্টা তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আমাদের যাত্রীদের তাৎক্ষণিক প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করছি।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের হিসাব অনুযায়ী, ২০০৯ সালের পর থেকে টার্বুলেন্সজনিত ঘটনায় ২০৭ জন গুরুতর আহত হয়েছেন, যাদের প্রত্যেকেই হাসপাতালে অন্তত ৪৮ ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন।

বিশ্বব্যাপী প্রতিবছর ৩৫ মিলিয়নের বেশি ফ্লাইট পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ৫ হাজার ফ্লাইটে গুরুতর বা তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটে থাকে।

বিশেষজ্ঞরা জানান, ‘সিভিয়ার টার্বুলেন্স’ বা তীব্র ঝাঁকুনির সময় বিমানে ১.৫ জি-ফোর্সের বেশি চাপ সৃষ্টি হয়। এর ফলে কেউ যদি সিটবেল্ট না পরেন, তাহলে তিনি আসন থেকে পরে যেতে পারেন।