নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ডেমরা থানা চৌরাস্তা এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. দুলাল হক (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দুলাল নোয়াখালী সদরের মজিবুল হকের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা।
নিহতের ছেলে মো. আলী জানান, আমার বাবা পেশায় একজন ভ্যানচালক। আজ ডেমরা চৌরাস্তায় দ্রুতগামী একটি প্রাইভেটকার বাবার ভ্যানকে ধাক্কা দেয়। এতে বাবা ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান— আমার বাবা আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমড়া থানায় অবহিত করা হয়েছে।