বিনোদন ডেস্ক :
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবণতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন শারীরিক অবস্থা কিছুটা ভালো।
বলিউড এই অভিনেত্রী ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডেঙ্গু মশা গত ৮ দিন প্রচন্ড নির্যাতন করেছে। আজ ঘুম ভাঙার পর ভালো লাগছে। সেজন্য একটি সেলফিও তুলতে পেরেছি।’
অভিনেত্রী সবাইকে সতর্কতা অবলম্বন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য আহ্বান জানান। বলেন, বন্ধুরা সাবধানে থাকবেন। কারণ গত কয়েকদিন আমার এবং আমার পরিবারের জন্য খুবই কঠিন সময় ছিল। মশা তাড়ানো এই মুহূর্তে আবশ্যক। রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখুন। উচ্চ দূষণের মাত্রায় আমাদের অধিকাংশেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে।
ভূমি লিখেছেন, আমার পরিচিত কয়েকজন সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস পরিস্থিতিকে আরও খারাপ করেছে। আমার এত এত যত্ন নেয়ার জন্য ডাক্তারদের ধন্যবাদ।
অজয় বাহুল পরিচালিত ক্রাইম ঘরানার সিনেমা ‘দ্য লেডি কিলার’-এ দেখা গেছে ভূমিকে। এতে প্রধান চরিত্রে ছিলেন অর্জন কাপুর ও ভূমি। আর অক্টোবরে মুক্তি পায় ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। এই সিনেমাতেই সবশেষ দেখা গেছে তাকে।