নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এ পদায়ন করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন, যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ডিএমপি সদরদপ্তরে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলমকে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের এডিসি হিসেবে, এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের রমনা জোনের এডিসি হিসেবে, এডিসি তারিক আহমেদ আস সাদিককে সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স (আইএডি) বিভাগের এডিসি হিসেবে, এডিসি ফরহাদ হোসেনকে ডিএমপির অর্থ বিভাগের এডিসি হিসেবে ও এডিসি মারুফা নাজনীনকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের এডিসি বদলি করা হয়েছে।
পৃথক আদেশে সহকারী পুলিশ কমিশনার (এসি) এহসানুল কামরান তানভীরকে গোয়েন্দা বিভাগে, শামীম হোসেনকে গোয়েন্দা বিভাগ, মো. শরীফ-উল-আলমকে ট্রাফিক মিরপুর জোনে ও জাকির হোসেনকে পেট্রোল তেজগাঁও জোনে পদায়ন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























