Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডা. এবিএম আব্দুল্লাহ সুস্থতার দিকে: স্ত্রী আইসিইউতে

ডা. এবিএম আব্দুল্লাহ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তার শারীরিক অবস্থা কিছুটা সুস্থতার দিকে।

তবে অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় উনার স্ত্রী তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক মাহমুদা বেগমকে শনিবার থেকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানে তাকে হাই ফ্লো অক্সিজেন দেয়া হচ্ছে বলে জানা গেছে।

সোমবার এবিএম আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, আল্লাহর রহমতে ভালোই আছি। তবে কাশি এবং শারীরিক দূর্বলতা কিছুটা আছে। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা নেই।

এবিএম আব্দুল্লাহর চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত বলেন, আবদুল্লাহ স্যার এখন অনেকটাই ভালো আছেন। তবে অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় ম্যাডামকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে; তবে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না।

আরও পড়ুন : ইতালিতে স্বাস্থ্যকর্মী পেলেন প্রথম করোনার টিকা

বিএসএমএমইউ-র মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত ছাড়াও এই দম্পত্তির চিকিৎসায় নিয়োজিত আছেন বিএসএমএমইউর একই বিভাগের অধ্যাপক ডা. সুনীল কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম, মিডফোর্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমতিয়াজ আহমেদ।

এদিকে পিতা-মাতার আশু রোগমুক্তির জন্য সব মহলের কাছে দোয়া কামনা করেছেন ডা. এবিএম আব্দুল্লাহ দম্পতির মেয়ে ডা. সাদিয়া সাবাহ্।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর থেকে রাজধানীর গ্রিন লাইভ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। ১৭ ডিসেম্বর কভিড-১৯ পজিটিভ আসায় ও কিছু উপসর্গ থাকায় তার স্ত্রীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

ডা. এবিএম আব্দুল্লাহ সুস্থতার দিকে: স্ত্রী আইসিইউতে

প্রকাশের সময় : ০৫:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তার শারীরিক অবস্থা কিছুটা সুস্থতার দিকে।

তবে অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় উনার স্ত্রী তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক মাহমুদা বেগমকে শনিবার থেকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানে তাকে হাই ফ্লো অক্সিজেন দেয়া হচ্ছে বলে জানা গেছে।

সোমবার এবিএম আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, আল্লাহর রহমতে ভালোই আছি। তবে কাশি এবং শারীরিক দূর্বলতা কিছুটা আছে। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা নেই।

এবিএম আব্দুল্লাহর চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত বলেন, আবদুল্লাহ স্যার এখন অনেকটাই ভালো আছেন। তবে অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় ম্যাডামকে আইসিইউতে নেওয়া হয়েছে। সেখানে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে; তবে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না।

আরও পড়ুন : ইতালিতে স্বাস্থ্যকর্মী পেলেন প্রথম করোনার টিকা

বিএসএমএমইউ-র মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত ছাড়াও এই দম্পত্তির চিকিৎসায় নিয়োজিত আছেন বিএসএমএমইউর একই বিভাগের অধ্যাপক ডা. সুনীল কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম, মিডফোর্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমতিয়াজ আহমেদ।

এদিকে পিতা-মাতার আশু রোগমুক্তির জন্য সব মহলের কাছে দোয়া কামনা করেছেন ডা. এবিএম আব্দুল্লাহ দম্পতির মেয়ে ডা. সাদিয়া সাবাহ্।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর থেকে রাজধানীর গ্রিন লাইভ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। ১৭ ডিসেম্বর কভিড-১৯ পজিটিভ আসায় ও কিছু উপসর্গ থাকায় তার স্ত্রীকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।