Dhaka বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডাগ আউটে বসে ডায়েরিতে কি লেখেন ম্যাককালাম?

ডাগ আউটে ম্যাককালাম

কলকাতা নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাককালামের দল যে পরিস্থিতিতেই থাক না কেন তার মধ্যে আবেগের কোনো বহিঃপ্রকাশ নেই। দল হারুক বা জিতুক জিতুক ডাগ আউটে বসে তিনি সর্বদাই ব্যস্ত তার নোটবুকে নানা রকম নোট নিতে।

দল যখন চরম বিপর্যয়ের মুখে তখন ও তিনি নোট নিচ্ছেন তা সত্ত্বেও ব্যাটসম্যানরা প্রতি ম্যাচে প্রায় একই ভুল করছেন। প্রশ্ন উঠেছে ডায়েরিতে কি লেখেন কোচ ম্যাককালাম?

এ নিয়ে কলকাতা নাইট রাইডার্সের কোচকে পড়তে হয়েছে নেটিজেনদের কটাক্ষের মুখে। কলকাতা নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাককালামের দল যে পরিস্থিতিতেই থাক না কেন তার মধ্যে আবেগের কোনো বহিঃপ্রকাশ নেই।

আরসিবির বিরুদ্ধে নাইটরা যখন কার্যত খড়কুটোর মতন উড়ে যাচ্ছে তখনো আগের মতোই নির্লিপ্ত তিনি। আর ঠিক এ কারণেই তিনি হয়ে গিয়েছেন হাসির খোরাক। সমর্থকদের প্রশ্ন ম্যাককালামের নেওয়া এই নোট আদৌ কি কোনো কাজে লাগছে কি।

সেই একই আগের মতো আউট হচ্ছেন নীতিশ রানা। রানের গতি বাড়াতে গিয়ে বিপাকে পড়ছেন শুভমন গিল। বোলিংও তথৈবচ।

আরসিবির বিরুদ্ধে মাত্র ৮৪ রানে শেষ হয় নাইটদের ইনিংস। মোহাম্মদ সিরাজ নিজের স্পেলের প্রথম দু’ওভারেই কোনো রান দেননি। তিন বিভাগেই কলকাতাকে উড়িয়ে দিয়েছে আরসিবি।

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা বাড়ছে

ম্যাচ শেষে কোচের প্রতিক্রিয়া ছিল, সত্যি বলতে পিচ খারাপ ছিল না। সিরাজ ভালো বল করেছে।আমরা একটু ভিতু মানসিকতা নিয়ে খেলছিলাম।

ম্যাককালামের ডায়েরির এন্ট্রি কি শেষ পর্যন্ত নাইটদের কোনো কাজে আসবে। এখন সেটাই দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় কেকেআর সমর্থকরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে : তারেক রহমান

ডাগ আউটে বসে ডায়েরিতে কি লেখেন ম্যাককালাম?

প্রকাশের সময় : ১২:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০

কলকাতা নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাককালামের দল যে পরিস্থিতিতেই থাক না কেন তার মধ্যে আবেগের কোনো বহিঃপ্রকাশ নেই। দল হারুক বা জিতুক জিতুক ডাগ আউটে বসে তিনি সর্বদাই ব্যস্ত তার নোটবুকে নানা রকম নোট নিতে।

দল যখন চরম বিপর্যয়ের মুখে তখন ও তিনি নোট নিচ্ছেন তা সত্ত্বেও ব্যাটসম্যানরা প্রতি ম্যাচে প্রায় একই ভুল করছেন। প্রশ্ন উঠেছে ডায়েরিতে কি লেখেন কোচ ম্যাককালাম?

এ নিয়ে কলকাতা নাইট রাইডার্সের কোচকে পড়তে হয়েছে নেটিজেনদের কটাক্ষের মুখে। কলকাতা নাইট রাইডার্স কোচ ব্রেন্ডন ম্যাককালামের দল যে পরিস্থিতিতেই থাক না কেন তার মধ্যে আবেগের কোনো বহিঃপ্রকাশ নেই।

আরসিবির বিরুদ্ধে নাইটরা যখন কার্যত খড়কুটোর মতন উড়ে যাচ্ছে তখনো আগের মতোই নির্লিপ্ত তিনি। আর ঠিক এ কারণেই তিনি হয়ে গিয়েছেন হাসির খোরাক। সমর্থকদের প্রশ্ন ম্যাককালামের নেওয়া এই নোট আদৌ কি কোনো কাজে লাগছে কি।

সেই একই আগের মতো আউট হচ্ছেন নীতিশ রানা। রানের গতি বাড়াতে গিয়ে বিপাকে পড়ছেন শুভমন গিল। বোলিংও তথৈবচ।

আরসিবির বিরুদ্ধে মাত্র ৮৪ রানে শেষ হয় নাইটদের ইনিংস। মোহাম্মদ সিরাজ নিজের স্পেলের প্রথম দু’ওভারেই কোনো রান দেননি। তিন বিভাগেই কলকাতাকে উড়িয়ে দিয়েছে আরসিবি।

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা বাড়ছে

ম্যাচ শেষে কোচের প্রতিক্রিয়া ছিল, সত্যি বলতে পিচ খারাপ ছিল না। সিরাজ ভালো বল করেছে।আমরা একটু ভিতু মানসিকতা নিয়ে খেলছিলাম।

ম্যাককালামের ডায়েরির এন্ট্রি কি শেষ পর্যন্ত নাইটদের কোনো কাজে আসবে। এখন সেটাই দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় কেকেআর সমর্থকরা।