Dhaka সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন নিয়ে নতুন করে যেসব অভিযোগ করলেন আবিদুল

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ এর সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে ও ভোট চলাকালে সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘ভুল তথ্য দিয়ে সংবাদ মাধ্যমকেও বিভ্রান্ত করা হয়েছে।

আবিদুল ইসলাম খান বলেন, ভোটকেন্দ্রে বিভিন্ন অনিয়ম, জালিয়াতির খবর গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলেও, সেসব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে তা জানানো হয়নি, এমনকি অরক্ষিত অবস্থায় তা গাউসুল আজম মার্কেটের এক ছাপাখানায় পরে থাকতে পর্যন্ত দেখা যায়’ যা ব্যালট জালিয়াতির অন্যতম সহায়ক। এ বিষয়ে সুষ্ঠু কোনো তদন্তও করেনি ঢাবি প্রশাসন। পোলিং এজেন্টকে যথাযথভাবে কাজ করতে দেয়নি প্রশাসন, যার ফলে অনেক কেন্দ্রেই পোলিং এজেন্ট ছাড়াই পক্ষপাতদুষ্ট আচরণ শুরু করে দেওয়া হয় এবং ভোট করা গণনা।

তিনি আরো বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকায় অনেক পোলিং অফিসারই ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমের সামনে ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন।’

আবিদুল ইসলাম বলেন, নির্বাচনের দিন বিএনসিসি রোভারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা নিয়ম লঙ্ঘন করে বহিরাগত শিবিরকর্মীদের ক্যাম্পাস প্রবেশ করিয়েছে।

একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আবিদ বলেন, ‘পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ছাত্রদল নতুন সংস্কৃতিতে এসেছে। নির্বাচনের দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত অসামাঞ্জ্যসতা থাকলেও ছাত্রদল প্যানেল কোনো মিছিল মিটিং কর্মসূচি করেনি।’

নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতায় ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ তদন্ত করবে বলেও আশা করেন আবিদুল ইসলাম খান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা নোয়াখালীর অধিকাংশ গ্রামীণ সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও জনদুর্ভোগ

ডাকসু নির্বাচন নিয়ে নতুন করে যেসব অভিযোগ করলেন আবিদুল

প্রকাশের সময় : ১২:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ এর সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে ও ভোট চলাকালে সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘ভুল তথ্য দিয়ে সংবাদ মাধ্যমকেও বিভ্রান্ত করা হয়েছে।

আবিদুল ইসলাম খান বলেন, ভোটকেন্দ্রে বিভিন্ন অনিয়ম, জালিয়াতির খবর গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলেও, সেসব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে তা জানানো হয়নি, এমনকি অরক্ষিত অবস্থায় তা গাউসুল আজম মার্কেটের এক ছাপাখানায় পরে থাকতে পর্যন্ত দেখা যায়’ যা ব্যালট জালিয়াতির অন্যতম সহায়ক। এ বিষয়ে সুষ্ঠু কোনো তদন্তও করেনি ঢাবি প্রশাসন। পোলিং এজেন্টকে যথাযথভাবে কাজ করতে দেয়নি প্রশাসন, যার ফলে অনেক কেন্দ্রেই পোলিং এজেন্ট ছাড়াই পক্ষপাতদুষ্ট আচরণ শুরু করে দেওয়া হয় এবং ভোট করা গণনা।

তিনি আরো বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকায় অনেক পোলিং অফিসারই ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমের সামনে ভুয়া অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন।’

আবিদুল ইসলাম বলেন, নির্বাচনের দিন বিএনসিসি রোভারসহ নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা নিয়ম লঙ্ঘন করে বহিরাগত শিবিরকর্মীদের ক্যাম্পাস প্রবেশ করিয়েছে।

একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আবিদ বলেন, ‘পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ছাত্রদল নতুন সংস্কৃতিতে এসেছে। নির্বাচনের দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত অসামাঞ্জ্যসতা থাকলেও ছাত্রদল প্যানেল কোনো মিছিল মিটিং কর্মসূচি করেনি।’

নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতায় ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ তদন্ত করবে বলেও আশা করেন আবিদুল ইসলাম খান।