Dhaka সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট : ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক : 

সঠিক ঠিকানার অভাবে মালয়েশিয়া ও ইতালি থেকে ৫ হাজার ৬০০টি ডাকযোগে পাঠানো ব্যালট (পোস্টাল ব্যালট) ফেরত এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের দেওয়া তথ্যের মধ্যে সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি। পরিসংখ্যানে দেখা গেছে, মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত এসেছে। মূলত প্রবাসীদের বর্তমান অবস্থানের সঠিক হদিস না মেলায় ডাক বিভাগ সেগুলো ফেরত পাঠাতে বাধ্য হয়েছে।

ভোটের স্বচ্ছতা ও কারচুপির আশঙ্কা নিয়ে সাধারণ মানুষের মাঝে সংশয় থাকলেও নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে। আবুল ফজল সানাউল্লাহ বলেন, ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি ভোট অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল এই যুগে প্রতিটি ভোটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাই অনলাইনে ছড়ানো গুজব দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

ব্যালটের কারিগরি দিক তুলে ধরে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এবারের পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা রয়েছে যা ভাঁজের মধ্যে পড়েছে। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে প্রিজাইডিং অফিসারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করলেন অটোরিকশা চালকরা

ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট : ইসি সানাউল্লাহ

প্রকাশের সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

সঠিক ঠিকানার অভাবে মালয়েশিয়া ও ইতালি থেকে ৫ হাজার ৬০০টি ডাকযোগে পাঠানো ব্যালট (পোস্টাল ব্যালট) ফেরত এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের দেওয়া তথ্যের মধ্যে সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ায় এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছানো সম্ভব হয়নি। পরিসংখ্যানে দেখা গেছে, মালয়েশিয়া থেকে ৪ হাজার এবং ইতালি থেকে ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত এসেছে। মূলত প্রবাসীদের বর্তমান অবস্থানের সঠিক হদিস না মেলায় ডাক বিভাগ সেগুলো ফেরত পাঠাতে বাধ্য হয়েছে।

ভোটের স্বচ্ছতা ও কারচুপির আশঙ্কা নিয়ে সাধারণ মানুষের মাঝে সংশয় থাকলেও নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে। আবুল ফজল সানাউল্লাহ বলেন, ফেইস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি ভোট অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল এই যুগে প্রতিটি ভোটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাই অনলাইনে ছড়ানো গুজব দেখে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

ব্যালটের কারিগরি দিক তুলে ধরে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, এবারের পোস্টাল ব্যালটে ৩৯টি মার্কা রয়েছে যা ভাঁজের মধ্যে পড়েছে। নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে প্রিজাইডিং অফিসারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।