ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে নাসির উদ্দিন নামে এক যুবক। এসময় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) আহত হয়েছে। এ ঘটনায় জড়িত যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ওই যুবক। পরে বেলচা দিয়ে ১০টি কক্ষের ৩১টি থাই গ্লাসের জানালা ও দরজা ভাঙচুর করেন।
আটক যুবকের নাম নাসির উদ্দীন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা মারধর পারুল পাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। আহত এসআই মামুনুর রশিদ ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত আছেন।
আহত পুলিশ কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ভাঙচুর করা ব্যক্তিকে প্রতিরোধ করতে গিয়ে তাঁর বেলচার আঘাতে আমার মাথা ফেটে যায়।’
আটক নাসির উদ্দিন বলেন, কোনো অপরাধ না করলে পুলিশ আমাকে গ্রেপ্তার করে না। তাই পুলিশের হাতে আটক হওয়ার জন্যই আমি এ ঘটনা ঘটিয়েছি। শুক্রবার রাতে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে রাত কাটানোর পর আমি বাড়ি যাই। আজ সকালে মোটরসাইকেলে ডিসি অফিসে এসে ভাঙচুর করি।
এ বিষয়ে ওই যুবকের বাড়ি এলাকার (গেদুরা) ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, নাসির এলাকার একটি মক্তবের শিক্ষক ছিল। সে হঠাৎ উত্তেজিত হয়ে পড়লে পরিবারের সদস্যদের মারপিট করত, বাড়ির মালামাল ভাঙচুর করত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত একটি খারাপ কাজ। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময়ে কারা দায়িত্বে ছিল, তাদের কি ভূমিকা ছিল সেটা আমরা তদন্ত করছি।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।