Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে আদিত্য ও জান্নাত নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জান্নাত (১২) এবং সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে ও একই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আদিত্য (৭)।

জান্নাতের স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল রাতের খাবার খেয়ে নিজের শোবার ঘরে ঘুমাতে যায় জান্নাত। দিবাগত রাত ৩টার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

একই রাতে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই মারা যায় আদিত্য।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদের হাসপাতালে আনা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে আদিত্য ও জান্নাত নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জান্নাত (১২) এবং সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে ও একই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আদিত্য (৭)।

জান্নাতের স্বজনেরা জানান, প্রতিদিনের মতো গতকাল রাতের খাবার খেয়ে নিজের শোবার ঘরে ঘুমাতে যায় জান্নাত। দিবাগত রাত ৩টার দিকে তার হাতে কামড় দেয় একটি বিষধর সাপ। সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

একই রাতে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই মারা যায় আদিত্য।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাকিবুল আলম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদের হাসপাতালে আনা হয়।