Dhaka শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন যাত্রীদের জন্যেও আসছে দুঃসংবাদ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • ২২৮ জন দেখেছেন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশ। তেলের প্রভাবে বেড়েছে গণপরিবহনের ভাড়া। বাস ভাড়া ও লঞ্চ ভাড়ার পর এবার ঘোষণা আসছে লঞ্চ ভাড়া বৃদ্ধির। জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রবিবার (৭ আগস্ট) এ কথা জানান মন্ত্রী। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। শুধু বলেছেন তেলের দামের কারণে ট্রেনের ভাড়াও বাড়তে পারে।

নূরুল ইসলাম সুজন জানান, রেল একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে। ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।

এর আগে গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বেড়েছে ৩৪ টাকা। অকটেনে ৪৬ টাকা এবং পেট্রোলে লিটার প্রতি দাম বাড়ে ৪৪ টাকা।

আর শনিবার (৬ আগস্ট) বিআরটিএর সঙ্গে পরিবহন মালিক সমিতির বৈঠকে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। দূরপাল্লার বাসে ভাড়া বেড়েছে ২২ শতাংশ আর দুই সিটি অর্থাৎ ঢাকা ও চট্টগ্রামের মধ্যে বাস ভাড়া বেড়েছে ১৬ শতাংশ।

সব মহানগরের গণপরিবহনে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৩৫ পয়সা। এতে করে পূর্বের কিলোমিটার প্রতি ২ টাকা ১৫ পয়সার ভাড়া এখন ২ টাকা ৫০ পয়সা।

আর দূরপাল্লার গণপরিবহনে প্রতি কিলোমিটারের বিপরীতে ভাড়া বেড়েছে ৪০ পয়সা। ১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা। রবিবার (৭ আগস্ট) থেকে এই নতুন ভাড়া কার্যকর হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহ নিয়ে যা জানাল মন্ত্রণালয়

ট্রেন যাত্রীদের জন্যেও আসছে দুঃসংবাদ

প্রকাশের সময় : ১১:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশ। তেলের প্রভাবে বেড়েছে গণপরিবহনের ভাড়া। বাস ভাড়া ও লঞ্চ ভাড়ার পর এবার ঘোষণা আসছে লঞ্চ ভাড়া বৃদ্ধির। জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রবিবার (৭ আগস্ট) এ কথা জানান মন্ত্রী। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। শুধু বলেছেন তেলের দামের কারণে ট্রেনের ভাড়াও বাড়তে পারে।

নূরুল ইসলাম সুজন জানান, রেল একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে। ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি।

এর আগে গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের বেড়েছে ৩৪ টাকা। অকটেনে ৪৬ টাকা এবং পেট্রোলে লিটার প্রতি দাম বাড়ে ৪৪ টাকা।

আর শনিবার (৬ আগস্ট) বিআরটিএর সঙ্গে পরিবহন মালিক সমিতির বৈঠকে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। দূরপাল্লার বাসে ভাড়া বেড়েছে ২২ শতাংশ আর দুই সিটি অর্থাৎ ঢাকা ও চট্টগ্রামের মধ্যে বাস ভাড়া বেড়েছে ১৬ শতাংশ।

সব মহানগরের গণপরিবহনে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৩৫ পয়সা। এতে করে পূর্বের কিলোমিটার প্রতি ২ টাকা ১৫ পয়সার ভাড়া এখন ২ টাকা ৫০ পয়সা।

আর দূরপাল্লার গণপরিবহনে প্রতি কিলোমিটারের বিপরীতে ভাড়া বেড়েছে ৪০ পয়সা। ১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা। রবিবার (৭ আগস্ট) থেকে এই নতুন ভাড়া কার্যকর হয়েছে।