পাবনা জেলা প্রতিনিধি :
সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) ময়নুল ইসলাম বলেন, রেলওয়ে সেবাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে এবং ট্রেন ভ্রমণকে নিরাপদ করে যাত্রীদের উন্নতমানের সেবা দিতে বাংলাদেশ রেলওয়ে সর্বদা প্রস্তুত।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় ট্রেন পরিদর্শনের আগে ঈশ্বরদী জংশন স্টেশন এবং ঈশ্বরদী লোকোসেড লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ময়নুল ইসলাম বলেন, যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে রেলওয়ের সামগ্রিক কাঠামো, বিদ্যমান রোলিং স্টক, ক্যারেজ ও লোকোমোটিভের মান বৃদ্ধি, রেললাইনের উন্নয়ন এবং স্টেশন ও ইয়ার্ডের ফ্যাসিলিটি উন্নত করার চেষ্টা করা হচ্ছে। রেলওয়ে পরিসেবা বৃদ্ধির জন্য আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব, তা আমরা করে যাচ্ছি।
তিনি বলেন, তার সঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাকশী বিভাগীয় রেলওয়ের গুরুত্বপূর্ণ দফতরের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এই রেলরুটে বর্তমান রেললাইনের অবস্থা, স্টেশনগুলোর অবস্থা, সিগন্যালিং সিস্টেম, লোকোমোটিভ ও ক্যারেজসহ রেলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকলে তা দ্রুত সময়ের মধ্যে সাধ্যের মধ্যে ভালোভাবে সমাধান করে যাত্রীদের উন্নতমানের সেবা নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে বলে তিনি জানান।
বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে রোববার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে ৮টি কোচ নিয়ে একটি ‘বিশেষ ট্রেন’ সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের উদ্দেশে রওনা হয়। পরে ট্রেনটি সান্তাহার থেকে ঈশ্বরদীতে ফেরত আসবে।
পরিদর্শন কার্যক্রমে ঈশ্বরদী জংশন স্টেশন, আজিমনগর, আবদুলপুর, মালঞ্চি, ইয়াছিনপুর, নাটোর, বাসুদেবপুর, নলডাঙ্গার হাট, মাধনগর, বীরকুটসা, আহসানগঞ্জ, আত্রাই, সাহাগোলা, রানীনগর, হেলালিয়ার হাট ও সান্তাহার জংশন স্টেশন পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, প্রধান যান্ত্রিক প্রকৌশলী শাহ সুফি নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদারসহ বিভাগীয় রেলওয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পাবনা জেলা প্রতিনিধি 























