Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের নিচে পড়েও শিশুটি অক্ষত

মীরসরাই প্রতিনিধি : 

শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন নাজমা আক্তার নামে এক মা। তবে বেঁচে গেছে তার কোলে থাকা দেড় বছর বয়সী ছেলেটি।

বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট স্টেশন সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের কাছে এ ঘটনা ঘটে।

মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার অপু মিয়ার স্ত্রী নাজমা আক্তার। বুধবারের ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয় শুক্রবার (১০ মার্চ)।

জানা যায়, পারিবারিক কলহের জেরে ওইদিন বেলা পৌনে ১২টার দিকে চলন্ত ট্রেনের নিচে শিশু সন্তানসহ ঝাঁপ দেন নাজমা আক্তার।

ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্ত:নগর ট্রেন মহানগর প্রভাতীর নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজমা। তবে প্রাণে বেঁচে যায় শিশু জাহিদ, যাকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি।

তিনি বলেন, প্রথম দেখে মনে হয়েছিল, শিশুটি আর বেঁচে নেই। তবে কোলে নিতেই সে কেঁদে ওঠে। দেড় বছর বয়সী শিশুটির মা ট্রেনচাপায় মারা গেছেন। তবে শিশুটি ট্রেনের নিচে পড়েও অক্ষত অবস্থায় বেঁচে গেছে।

ট্রেনের চালক বলেন, তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে ওই নারীকে রেললাইনে শুয়ে থাকতে দেখেছিলেন। সে সময় ট্রেনটি থামানো অসম্ভব ছিল। বারবার তিনি হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। ওই নারী শিশুটিকে নিয়ে আত্মহত্যার জন্য রেললাইনে শুয়েছিলেন বলে ধারণা তাঁর।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম গণমাধ্যমকে বলেন, মহানগর প্রভাতীর নিচে শিশুকে নিয়ে লাফ দেওয়ার পর লাইনে কাটা পড়েন মা। ওইসময় ট্রেনটিও কিছুদূর গিয়ে থেমে যায়। সেসময় ওইদিকে যাবার পথে এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মাজহারুল করিম বলেন, পরে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা জানতে পেরেছি নাজমা পারিবারিক বিষয় নিয়ে অশান্তিতে ছিলেন।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

ট্রেনের নিচে পড়েও শিশুটি অক্ষত

প্রকাশের সময় : ০৪:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

মীরসরাই প্রতিনিধি : 

শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন নাজমা আক্তার নামে এক মা। তবে বেঁচে গেছে তার কোলে থাকা দেড় বছর বয়সী ছেলেটি।

বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট স্টেশন সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের কাছে এ ঘটনা ঘটে।

মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার অপু মিয়ার স্ত্রী নাজমা আক্তার। বুধবারের ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয় শুক্রবার (১০ মার্চ)।

জানা যায়, পারিবারিক কলহের জেরে ওইদিন বেলা পৌনে ১২টার দিকে চলন্ত ট্রেনের নিচে শিশু সন্তানসহ ঝাঁপ দেন নাজমা আক্তার।

ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্ত:নগর ট্রেন মহানগর প্রভাতীর নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজমা। তবে প্রাণে বেঁচে যায় শিশু জাহিদ, যাকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি।

তিনি বলেন, প্রথম দেখে মনে হয়েছিল, শিশুটি আর বেঁচে নেই। তবে কোলে নিতেই সে কেঁদে ওঠে। দেড় বছর বয়সী শিশুটির মা ট্রেনচাপায় মারা গেছেন। তবে শিশুটি ট্রেনের নিচে পড়েও অক্ষত অবস্থায় বেঁচে গেছে।

ট্রেনের চালক বলেন, তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে ওই নারীকে রেললাইনে শুয়ে থাকতে দেখেছিলেন। সে সময় ট্রেনটি থামানো অসম্ভব ছিল। বারবার তিনি হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। ওই নারী শিশুটিকে নিয়ে আত্মহত্যার জন্য রেললাইনে শুয়েছিলেন বলে ধারণা তাঁর।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম গণমাধ্যমকে বলেন, মহানগর প্রভাতীর নিচে শিশুকে নিয়ে লাফ দেওয়ার পর লাইনে কাটা পড়েন মা। ওইসময় ট্রেনটিও কিছুদূর গিয়ে থেমে যায়। সেসময় ওইদিকে যাবার পথে এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মাজহারুল করিম বলেন, পরে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা জানতে পেরেছি নাজমা পারিবারিক বিষয় নিয়ে অশান্তিতে ছিলেন।