Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের টিকিট কালোবাজারী : সাত দিনে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ

নিজস্ব প্রতিবেদক : 

‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ উদ্দেশ্যে ২৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা ৬ অক্টোবর থেকে দেশের বিভিন্ন রুটে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, এসব টাস্কফোর্স ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা এবং টিকিটের মূল ভাড়াসহ ১২ লাখ ২৯ হাজার টাকা আদায় করেছে। অর্থাৎ সাত দিনে মোট আদায় দাঁড়িয়েছে ১৭ লাখ ২৬ হাজার টাকা।

অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন। এতে বিনা টিকিটে ভ্রমণকারী ৬ হাজার ২৭৮ জন এবং অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয় করে ভ্রমণকারী ১ হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত হয়।

এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে বিনা টিকিটে ৩ হাজার ২৫৭ জন এবং অন্যের আইডিতে টিকিট ক্রয়কারী ৯৮৬ জন যাত্রী ধরা পড়ে। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকাসহ মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।

অন্যদিকে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে ভ্রমণকারী ৩ হাজার ২১ জন এবং অন্যের আইডি ব্যবহারকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকাসহ মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়।

অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জন্য ১৩টি এবং পশ্চিমাঞ্চলের জন্য ১০টিসহ মোট ২৩টি টাস্কফোর্স বর্তমানে মাঠে কাজ করছে। নিয়মিত টিকিট চেকিংয়ের পাশাপাশি এই বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

আরো জানানো হয়, টাস্কফোর্সের সদস্যরা দায়িত্ব পালনের সময় টিকিট যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কাজ করছেন। কোনো যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করলে বা অন্যের টিকিট ব্যবহার করলে আইন অনুযায়ী জরিমানা কিংবা জেল দেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

ট্রেনের টিকিট কালোবাজারী : সাত দিনে জরিমানাসহ ভাড়া আদায় ১৭ লাখ

প্রকাশের সময় : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ উদ্দেশ্যে ২৩টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা ৬ অক্টোবর থেকে দেশের বিভিন্ন রুটে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, এসব টাস্কফোর্স ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা এবং টিকিটের মূল ভাড়াসহ ১২ লাখ ২৯ হাজার টাকা আদায় করেছে। অর্থাৎ সাত দিনে মোট আদায় দাঁড়িয়েছে ১৭ লাখ ২৬ হাজার টাকা।

অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা ট্রেনে যাত্রীদের টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করেন। এতে বিনা টিকিটে ভ্রমণকারী ৬ হাজার ২৭৮ জন এবং অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয় করে ভ্রমণকারী ১ হাজার ৮৫৩ জন যাত্রী শনাক্ত হয়।

এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে বিনা টিকিটে ৩ হাজার ২৫৭ জন এবং অন্যের আইডিতে টিকিট ক্রয়কারী ৯৮৬ জন যাত্রী ধরা পড়ে। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৬ হাজার ৪১৫ টাকাসহ মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৫ টাকা আদায় করা হয়।

অন্যদিকে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে ভ্রমণকারী ৩ হাজার ২১ জন এবং অন্যের আইডি ব্যবহারকারী ৮৬৭ জন যাত্রী শনাক্ত হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭ লাখ ৫৪ হাজার টাকা এবং জরিমানা বাবদ ২ লাখ ৯০ হাজার ৮৭১ টাকাসহ মোট ১০ লাখ ৪৮ হাজার ৩০৭ টাকা আদায় করা হয়।

অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ৫৩টি মোবাইল নম্বর ব্লক করার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জন্য ১৩টি এবং পশ্চিমাঞ্চলের জন্য ১০টিসহ মোট ২৩টি টাস্কফোর্স বর্তমানে মাঠে কাজ করছে। নিয়মিত টিকিট চেকিংয়ের পাশাপাশি এই বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

আরো জানানো হয়, টাস্কফোর্সের সদস্যরা দায়িত্ব পালনের সময় টিকিট যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের সচেতন করতে কাজ করছেন। কোনো যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করলে বা অন্যের টিকিট ব্যবহার করলে আইন অনুযায়ী জরিমানা কিংবা জেল দেওয়া হবে।