Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে রামসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে সাগর (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ৫ নম্বর লাইনে ট্রেনটি প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯-আপ রামসাগর এক্সপ্রেস ট্রেনটি যখন পার্বতীপুর স্টেশনে ঢোকে, তখন ছাদের ওপর থাকা সাগরের মাথায় স্টেশনের পানির পাইপ লাইনের ধাক্কা লাগে। ধাক্কায় ভারসাম্য হারিয়ে ট্রেন থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ট্রেন থেকে পড়ে একজন তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে রামসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে সাগর (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ৫ নম্বর লাইনে ট্রেনটি প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯-আপ রামসাগর এক্সপ্রেস ট্রেনটি যখন পার্বতীপুর স্টেশনে ঢোকে, তখন ছাদের ওপর থাকা সাগরের মাথায় স্টেশনের পানির পাইপ লাইনের ধাক্কা লাগে। ধাক্কায় ভারসাম্য হারিয়ে ট্রেন থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, ট্রেন থেকে পড়ে একজন তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।