রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থী মেজবাহউদ্দিন মারা গেছেন। তিনি ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। শনিবার বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে ওই শিক্ষার্থী ট্রেনে কাটা পড়েছেন সে সম্পর্কে পুলিশ কোন কিছু জানাতে পারেনি।
রাতে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার রেললাইন পার হচ্ছিলেন মেজবাহ। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন : রেলের অতিরিক্ত মহাপরিচালক হলেন শাহাদত আলী
পুলিশ জানায়, নিহত মেজবা ঢাকা কলেজের মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামের ওয়াদুদ হোসেনের ছেলে। সেন্ট্রাল রোডের একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
ওসি রকিব উল হোসেন বলেন, শনিবার বিকেলে মগবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় নিহত মেজবার দেহ চার টুকরা হয়ে গেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।