Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে বেআইনি নথি মামলা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে গোপনীয় নথি রাখার মামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ২০ মে এই মামলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক আইলিন ক্যানন তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) বিচারক ক্যানন জানান, ট্রাম্পের মামলার শুনানি আগামী ২০ মে শুরু হবে না। কারণ তার আদালতে প্রচুর মামলা জমা রয়েছে।

তবে কবে এই মামলার শুনানি শুরু হবে তার নতুন কোনো তারিখও জানাননি তিনি। এমনকি নভেম্বরের আগে তা শুরু হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনই ক্যাননকে বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছিল।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প। তবে নভেম্বরের আগেও ট্রাম্পের এই মামলার শুনানি শুরুর সম্ভাবনা কম।

প্রেসিডেন্ট থাকাকালীন ২০২০ সালে ক্যাননকে বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছিল।

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর হোয়াইট হাউস থেকে নেয়া শীর্ষ গোপন নথিগুলো বেআইনিভাবে রাখার অভিযোগে ট্রাম্পকে কয়েক ডজন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। কাগজপত্র ফেরত পেতে এফবিআই’র প্রচেষ্টাতে বাধা দেয়ারও অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে ট্রাম্প আদালতে আবেদন করছেন, তিনি দোষী নন; এমন কোনো কাজ করেননি।

বর্তমানে নিউ ইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে একটা মামলা চলছে। এই মামলার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়া হয়। তবে ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার ম্যানহাটনের আদালতে এই মামলার শুনানি হয়েছে। সেখানে স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্পের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল, সেই অনুযায়ী অর্থ পেতে বিলম্ব হচ্ছিল। তাই তিনি চুক্তিটি ভেঙে দেন। তারপর তিনি আইনজীবীর মাধ্যমে ট্রাম্পের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং বিবৃতি দেন। আদালতে ট্রাম্পও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

ট্রাম্পের বিরুদ্ধে বেআইনি নথি মামলা স্থগিত

প্রকাশের সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে গোপনীয় নথি রাখার মামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ২০ মে এই মামলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক আইলিন ক্যানন তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) বিচারক ক্যানন জানান, ট্রাম্পের মামলার শুনানি আগামী ২০ মে শুরু হবে না। কারণ তার আদালতে প্রচুর মামলা জমা রয়েছে।

তবে কবে এই মামলার শুনানি শুরু হবে তার নতুন কোনো তারিখও জানাননি তিনি। এমনকি নভেম্বরের আগে তা শুরু হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনই ক্যাননকে বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছিল।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প। তবে নভেম্বরের আগেও ট্রাম্পের এই মামলার শুনানি শুরুর সম্ভাবনা কম।

প্রেসিডেন্ট থাকাকালীন ২০২০ সালে ক্যাননকে বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছিল।

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর হোয়াইট হাউস থেকে নেয়া শীর্ষ গোপন নথিগুলো বেআইনিভাবে রাখার অভিযোগে ট্রাম্পকে কয়েক ডজন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। কাগজপত্র ফেরত পেতে এফবিআই’র প্রচেষ্টাতে বাধা দেয়ারও অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে ট্রাম্প আদালতে আবেদন করছেন, তিনি দোষী নন; এমন কোনো কাজ করেননি।

বর্তমানে নিউ ইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে একটা মামলা চলছে। এই মামলার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়া হয়। তবে ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন।

মঙ্গলবার ম্যানহাটনের আদালতে এই মামলার শুনানি হয়েছে। সেখানে স্টর্মি ড্যানিয়েলস বলেছেন, মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্পের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল, সেই অনুযায়ী অর্থ পেতে বিলম্ব হচ্ছিল। তাই তিনি চুক্তিটি ভেঙে দেন। তারপর তিনি আইনজীবীর মাধ্যমে ট্রাম্পের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং বিবৃতি দেন। আদালতে ট্রাম্পও উপস্থিত ছিলেন।