Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন ফার্স্টলেডি মেলানিয়া

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ১৮৮ জন দেখেছেন

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন জো বাইডেন। পরাজিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারাবিশ্ব জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলেও নিজের পরাজয় এখনও স্বীকার করে নেননি ট্রাম্প। বরং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

যদিও মার্কিন প্রশাসন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে শিগগিরই বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সিএনএন জানিয়েছে, বর্তমান ফার্স্টলেডি ট্রাম্পের স্ত্রী মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন। এর আগেও বিভিন্ন বিষয়ে মেলানিয়াকে নিজের মত প্রকাশ করতে দেখা গেছে। এমনকি অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধী মতামতও প্রকাশ করতে দেখা গেছে তাকে।

শুধু মেলানিয়াই নয়। এর আগে নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা জ্যারেড কুশনার।

আরও পড়ুন : বাইডেন জিতেছেন যে পাঁচ কারণে…

যদিও ডোনাল্ড ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক পরাজয় মানতে নারাজ। তারা রিপাবলিকান ও সমর্থকদের ফল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী মুখপাত্র জেসন মিলার রোববার (৮ নভেম্বর) এক টুইটে ডোনাল্ড ট্রাম্পকে কুশনারের ফল মেনে নেওয়ার আহ্বান জানানোর বিষয়টি অস্বীকার করেছেন।

শনিবার (৭ নভেম্বর) ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজের টিকিট পান বাইডেন। আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন ফার্স্টলেডি মেলানিয়া

প্রকাশের সময় : ০৬:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন জো বাইডেন। পরাজিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারাবিশ্ব জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলেও নিজের পরাজয় এখনও স্বীকার করে নেননি ট্রাম্প। বরং নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

যদিও মার্কিন প্রশাসন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে শিগগিরই বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সিএনএন জানিয়েছে, বর্তমান ফার্স্টলেডি ট্রাম্পের স্ত্রী মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন। এর আগেও বিভিন্ন বিষয়ে মেলানিয়াকে নিজের মত প্রকাশ করতে দেখা গেছে। এমনকি অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধী মতামতও প্রকাশ করতে দেখা গেছে তাকে।

শুধু মেলানিয়াই নয়। এর আগে নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা জ্যারেড কুশনার।

আরও পড়ুন : বাইডেন জিতেছেন যে পাঁচ কারণে…

যদিও ডোনাল্ড ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক পরাজয় মানতে নারাজ। তারা রিপাবলিকান ও সমর্থকদের ফল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী মুখপাত্র জেসন মিলার রোববার (৮ নভেম্বর) এক টুইটে ডোনাল্ড ট্রাম্পকে কুশনারের ফল মেনে নেওয়ার আহ্বান জানানোর বিষয়টি অস্বীকার করেছেন।

শনিবার (৭ নভেম্বর) ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজের টিকিট পান বাইডেন। আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।