মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মনিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার প্রশিক্ষা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌফিক আজম বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশাতে চালকসহ ৪ যাত্রী ছিলেন। অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার একটু সামনে আসলে সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুই জন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।