আইসিসির টেস্ট র্যাংকিংয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন তিনি।
আইসিসির টেস্ট র্যাংকিংয়ে বিরাট কোহলি আছেন দ্বিতীয় অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৮৭৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট ৮৭৭।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসন খেলেন ১২৯ রানের এক অনবদ্য ইনিংস।
আরও পড়ুন : ফুটবলের রাজা পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি
তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর এক জয়ে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
এদিকে আইসিসির টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন অজি বোলা প্যাট কামিন্স। তার রেটিং পয়েন্ট ৯০৬।
এ ছাড়া ৪৪৬ পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস।