স্পোর্টস ডেস্ক :
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে নিজেদের মুকুট ধরে রাখতে শক্তির সর্বোচ্চ ব্যবহারে প্রস্তুত অস্ট্রেলিয়া। লর্ডসের ফাইনালের জন্য ১৫ সদস্যের পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।
মঙ্গলবার (১৩ মে) ফাইনালের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্ভাব্য সেরাদের সবাই আছেন সেখানে।
আগামী ১১ জুন ঐতিহাসিক লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে অজিরা। গত আসরে ভারতের বিপক্ষে ফাইনাল জিতে ইতিহাস গড়েছিল তারা। এবার সেই সফলতা ধরে রাখতে প্রতিটি বিভাগে অভিজ্ঞতা ও ভারসাম্য বজায় রেখেই স্কোয়াড সাজানো হয়েছে। দলের নেতৃত্বে কামিন্স, তার সঙ্গে বোলিং বিভাগে রয়েছেন স্টার্ক, হ্যাজেলউড ও স্কট বোল্যান্ড। অফস্পিনে থাকছেন অভিজ্ঞ নাথান লায়ন এবং সঙ্গী ম্যাট কুহনেম্যান। অলরাউন্ড বিভাগের ভার কাঁধে তুলে নিচ্ছেন গ্রিন, তরুণ স্যাম কনস্টাস ও বো ওয়েবস্টার। উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারি প্রথম পছন্দ হলেও, বিকল্প হিসেবে রয়েছেন জশ ইংলিস। ব্যাটিং লাইনআপে একঝাঁক অভিজ্ঞ মুখ—উসমান খাজা, মার্নাস লাবুশেইন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন স্মিথ।
দলের নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, এই স্কোয়াডে অভিজ্ঞতা, গভীরতা ও সাম্প্রতিক ফর্ম—সবই রয়েছে। শ্রীলঙ্কা ও ভারত সফরের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। ফাইনালের জন্য আমরা প্রস্তুত। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে রয়েছেন ডানহাতি পেসার ব্রেন্ডন ডগেট। একই স্কোয়াড অংশ নেবে ২৬ জুন শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও।
অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেইন, নাথান লায়ন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার।
ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।