স্পোর্টস ডেস্ক :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ফাইনালে ভারত। গতবার নিউ জিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হওয়া দলটি আইসিসি ট্রফি খরা ঘুচানোর আরেকটি সুযোগ পেয়েছে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে হতাশা দূর করতে চায় তারা। বুধবার (৭ জুন) দ্য ওভালে টস হয়ে গেলো, জিতে ফিল্ডিং নিয়েছেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স টসের মুদ্রা ছোঁড়েন। রোহিত হেড কল করেন এবং তার পক্ষেই যায় টস। ঘাসের উইকেটে ফিল্ডিং নেওয়াই সমীচীন মনে করেছেন তিনি।
উইকেটে ৬ মিলিমিটার ঘাম রয়েছে। সবুজ উইকেট বিবেচনায় ভারত একাদশে চারজন পেসার রেখেছে। স্পিনার রেখেছে মাত্র একজন। সেক্ষেত্রে একাদশে সুযোগ হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। ভারত দলে একমাত্র স্পিনার রবীন্দ্র জাজেদা। আর পেসার হিসেবে আছেন শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
অশ্বিনকে বাদ দেওয়ার বিষয়ে রোহিত বলেন, অশ্বিনকে বাদ দেওয়া খুবই কঠিন। সে একজন ম্যাচ উইনার। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়। কিন্তু কন্ডিশন বিবেচনায় দলের জন্য যেটা সেরা আপনাকে সেই সিদ্ধান্তটাই নিতে হবে।
শুধু অশ্বিন নন, ঈশান কিষাণের পরিবর্তে ভারত দলে নিয়েছে উইকেটরক্ষক শ্রীকর ভারতকে।
এদিকে অস্ট্রেলিয়ার একাদশ প্রত্যাশিত। একমাত্র স্পিনার নাথান লায়ন। প্রথমবার ইংল্যান্ডে টেস্ট খেলছেন পেসার স্কট বোল্যান্ড। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী ডেভিড ওয়ার্নার। এছাড়া মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি আছেন।
অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, কেএস ভারত (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।