Dhaka বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট খেলতে চান না তাসকিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভুগছেন পেসার তাসকিন আহমেদ। সেই চোট নিয়েই সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন এই টাইগার পেসার। শারীরিক ধকল কমাতে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চান তাসকিন। ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন তাসকিন।

আগামী সপ্তাহেই খেলোয়াড়দের কার কী অবস্থা, তা জানতে বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে বসার কথা নির্বাচকদের। এরপর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের দল নির্বাচন প্রক্রিয়া। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাসকিনের চোটের বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলিনি। বিপিএলের পর তাকে দেখব। আমরা আগেই বলেছিলাম, বিপিএল হবে তাসকিনের পরীক্ষা। বিপিএলটা শেষ করুক।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজকে তিনি বলেছেন, তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের (টেস্ট) ক্রিকেট খেলতে চায় না।

চলমান বিপিএল শেষে কোচ ও তাসকিনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি আরও বলেন, বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

তাসকিনকে বিশ্রাম দেওয়া হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। তাসকিন সিলেট থেকে ঢাকায় ফিরলে তাঁর সঙ্গে আগে আলোচনা করবে বিসিবি। জালাল বলেন, ‘তাসকিন আগে ঢাকায় আসুক। এরপর নির্বাচকদের সঙ্গে বসবে।’

কিন্তু আলোচনা হচ্ছে, চোটের সঙ্গে সখ্য গড়ে ওঠা তাসকিন ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে টেস্ট ক্যারিয়ার চালিয়ে যেতে চান না। ব্যাপারটি অস্বীকার করলেন জালাল, ‘টেস্ট খেলতে চায় না, ব্যাপারটা এমন নয়, এটা আপাতত। সে এই সিরিজে বিশ্রাম চাচ্ছে।’

আগামী ১লা মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ৪ঠা মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। ৬ ও ৯ মার্চ সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। ১৩ মার্চ শুরু হবে তিন ম্যাচের প্রথম ওয়ানডে। ১৫ ও ১৮ মার্চ হবে বাকি দুই ম্যাচ, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য সিলেটে ফিরবে দুই দল। ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ। টেস্ট না শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকতে পারেন তাসকিন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সোনার দাম আরো বাড়ল

টেস্ট খেলতে চান না তাসকিন

প্রকাশের সময় : ১১:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভুগছেন পেসার তাসকিন আহমেদ। সেই চোট নিয়েই সবশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন এই টাইগার পেসার। শারীরিক ধকল কমাতে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চান তাসকিন। ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন তাসকিন।

আগামী সপ্তাহেই খেলোয়াড়দের কার কী অবস্থা, তা জানতে বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে বসার কথা নির্বাচকদের। এরপর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের দল নির্বাচন প্রক্রিয়া। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাসকিনের চোটের বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলিনি। বিপিএলের পর তাকে দেখব। আমরা আগেই বলেছিলাম, বিপিএল হবে তাসকিনের পরীক্ষা। বিপিএলটা শেষ করুক।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজকে তিনি বলেছেন, তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের (টেস্ট) ক্রিকেট খেলতে চায় না।

চলমান বিপিএল শেষে কোচ ও তাসকিনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি আরও বলেন, বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

তাসকিনকে বিশ্রাম দেওয়া হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। তাসকিন সিলেট থেকে ঢাকায় ফিরলে তাঁর সঙ্গে আগে আলোচনা করবে বিসিবি। জালাল বলেন, ‘তাসকিন আগে ঢাকায় আসুক। এরপর নির্বাচকদের সঙ্গে বসবে।’

কিন্তু আলোচনা হচ্ছে, চোটের সঙ্গে সখ্য গড়ে ওঠা তাসকিন ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে টেস্ট ক্যারিয়ার চালিয়ে যেতে চান না। ব্যাপারটি অস্বীকার করলেন জালাল, ‘টেস্ট খেলতে চায় না, ব্যাপারটা এমন নয়, এটা আপাতত। সে এই সিরিজে বিশ্রাম চাচ্ছে।’

আগামী ১লা মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ৪ঠা মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। ৬ ও ৯ মার্চ সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। ১৩ মার্চ শুরু হবে তিন ম্যাচের প্রথম ওয়ানডে। ১৫ ও ১৮ মার্চ হবে বাকি দুই ম্যাচ, ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য সিলেটে ফিরবে দুই দল। ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে ৩০ মার্চ। টেস্ট না শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকতে পারেন তাসকিন।