Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের মেয়েদের ইতিহাস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ১৮৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। অসিদের বিপক্ষে ১৯৭৭ সালের পর মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত। কিন্তু জয় পায়নি। অবশেষে একমাত্র টেস্টে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে অসিদের ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা।

রোববার (২৪ ডিসেম্বর) ম্যাচের চতুর্থ দিনের শুরুর নাটকীয়তায় অসিদের দ্বিতীয় ইনিংসের বাকি ৫ উইকেট তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়া ২৬১ রানে অলআউট হয়ে গেলে জিততে হলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান। ব্যাট করতে নেমে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। ৬১ বলে ৩৮ রান করেন স্মৃতি মানধানা। রিচা ঘোষ করেন ১৫ বলে ১২ রান।

Harmanpreet Kaur leads India's lap of honour, India vs Australia, only women's Test, Mumbai, 4th day, December 24, 2023

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৭৭ বলে ৭৩ রান করেন তাহলিয়া ম্যাকগ্রিথ। এছাড়া ৯১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ইলিসি পেরি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্নেহা রানা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন তাহলিয়া ম্যাকগ্রিথ। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পুজা ভাস্ট্রাকার।

Harmanpreet Kaur leads India's celebrations after the historic win, India vs Australia, only women's Test, Mumbai, 4th day, December 24, 2023

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ ফিফটিতে বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। স্বাগতিকরা প্রথম ইনিংসে তোলেন ৪০৬ রান। ফলে সফরকারীদের থেকে ১৮৭ রান এগিয়ে যায় ভারত।

ওপেনার স্মৃতি মানধানা খেলেন ১০৬ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। ১২টি চারের মারে ইনিংস সাজান তিনি। ১০৪ বলে ৫২ রান (৭ চারে) করেন রিচা ঘোষ।

Alana King was cleaned up first ball by Sneh Rana, India vs Australia, only women's Test, day four, Mumbai, December 24, 2023

এরপর জেমিমা রদ্রিগুজ করেন ১২১ বলে ৭৩ রান। ৮ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটার দিপ্তি শর্মা সবচেয়ে বড় ইনিংসটি (১৭১ বলে ৭৮ রান) খেলেন। লোয়াঅর্ডারে নেমে আরেক ব্যাটার পুজা ভাস্ট্রাকার করেন ১২৬ বলে ৪৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করে অ্যাশলে গার্ডনার।
গত সপ্তাহে মুম্বাইয়ে ইংল্যান্ডেকে হারায় ভারত। এবার বিশ্ব আধিপত্য করা অস্ট্রেলিয়াকে পরাজয়ের স্বাদ দিলো তারা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সেক্রেটারি জয় শাহ টানা দুটি টেস্ট জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, তারা চমৎকারভাবে জিতলো। আজ ইতিহাস তৈরি হলো।

A sharp piece of fielding from Richa Ghosh (R) saw Beth Mooney run out, India vs Australia, Only women's Test, Mumbai, 3rd day, December 23, 2023

গত ১৬ ডিসেম্বর ভারত ৩৪৭ রানে হারায় ইংল্যান্ডকে। তাদের বিপক্ষে ঘরের মাঠে সেটাই ছিল প্রথম জয়। তাছাড়া নারী ক্রিকেট ইতিহাসেও সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছিল ভারত। রবিবার হারমানপ্রীত বলেছেন, ‘সবকিছু আমাদের জন্য ভালো গেছে। আশা করি এই দুটি টেস্ট জয়ের পর আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি টেস্ট ম্যাচ খেলতে পারবো।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের মেয়েদের ইতিহাস

প্রকাশের সময় : ০৪:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। অসিদের বিপক্ষে ১৯৭৭ সালের পর মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত। কিন্তু জয় পায়নি। অবশেষে একমাত্র টেস্টে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে অসিদের ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা।

রোববার (২৪ ডিসেম্বর) ম্যাচের চতুর্থ দিনের শুরুর নাটকীয়তায় অসিদের দ্বিতীয় ইনিংসের বাকি ৫ উইকেট তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়া ২৬১ রানে অলআউট হয়ে গেলে জিততে হলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান। ব্যাট করতে নেমে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। ৬১ বলে ৩৮ রান করেন স্মৃতি মানধানা। রিচা ঘোষ করেন ১৫ বলে ১২ রান।

Harmanpreet Kaur leads India's lap of honour, India vs Australia, only women's Test, Mumbai, 4th day, December 24, 2023

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৭৭ বলে ৭৩ রান করেন তাহলিয়া ম্যাকগ্রিথ। এছাড়া ৯১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ইলিসি পেরি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন স্নেহা রানা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন তাহলিয়া ম্যাকগ্রিথ। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পুজা ভাস্ট্রাকার।

Harmanpreet Kaur leads India's celebrations after the historic win, India vs Australia, only women's Test, Mumbai, 4th day, December 24, 2023

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ ফিফটিতে বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। স্বাগতিকরা প্রথম ইনিংসে তোলেন ৪০৬ রান। ফলে সফরকারীদের থেকে ১৮৭ রান এগিয়ে যায় ভারত।

ওপেনার স্মৃতি মানধানা খেলেন ১০৬ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। ১২টি চারের মারে ইনিংস সাজান তিনি। ১০৪ বলে ৫২ রান (৭ চারে) করেন রিচা ঘোষ।

Alana King was cleaned up first ball by Sneh Rana, India vs Australia, only women's Test, day four, Mumbai, December 24, 2023

এরপর জেমিমা রদ্রিগুজ করেন ১২১ বলে ৭৩ রান। ৮ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটার দিপ্তি শর্মা সবচেয়ে বড় ইনিংসটি (১৭১ বলে ৭৮ রান) খেলেন। লোয়াঅর্ডারে নেমে আরেক ব্যাটার পুজা ভাস্ট্রাকার করেন ১২৬ বলে ৪৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করে অ্যাশলে গার্ডনার।
গত সপ্তাহে মুম্বাইয়ে ইংল্যান্ডেকে হারায় ভারত। এবার বিশ্ব আধিপত্য করা অস্ট্রেলিয়াকে পরাজয়ের স্বাদ দিলো তারা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সেক্রেটারি জয় শাহ টানা দুটি টেস্ট জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, তারা চমৎকারভাবে জিতলো। আজ ইতিহাস তৈরি হলো।

A sharp piece of fielding from Richa Ghosh (R) saw Beth Mooney run out, India vs Australia, Only women's Test, Mumbai, 3rd day, December 23, 2023

গত ১৬ ডিসেম্বর ভারত ৩৪৭ রানে হারায় ইংল্যান্ডকে। তাদের বিপক্ষে ঘরের মাঠে সেটাই ছিল প্রথম জয়। তাছাড়া নারী ক্রিকেট ইতিহাসেও সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছিল ভারত। রবিবার হারমানপ্রীত বলেছেন, ‘সবকিছু আমাদের জন্য ভালো গেছে। আশা করি এই দুটি টেস্ট জয়ের পর আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি টেস্ট ম্যাচ খেলতে পারবো।’