Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টুপ করে দেশে ঢুকলে তাদের চুপ করে দেবে জনগণ : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক : 

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যেকোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে। টুপ করে ঢুকলে তাদেরকে চুপ করিয়ে দেবে জনগণ।

বুধবার (২ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। গত ১৫ বছরে যারা এসব অপকর্মে করেছে তারা স্বৈরাচারের দোসর। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলন থেকে বানভাসি মানুষের মাঝে খাদ্য, শিক্ষা উপকরণসহ নানা সহযোগিতা তুলে দেয় বিএনপি।

দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষপদে আসীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে চাইলে পদত্যাগ করুন। তিনি জানান, পিএসসি, দুদক ও কমিশনে বসে অনেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ডা. জাহিদ বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ জন শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সেই সঙ্গে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টুপ করে দেশে ঢুকলে তাদের চুপ করে দেবে জনগণ : ডা. জাহিদ

প্রকাশের সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। যেকোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে। টুপ করে ঢুকলে তাদেরকে চুপ করিয়ে দেবে জনগণ।

বুধবার (২ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। গত ১৫ বছরে যারা এসব অপকর্মে করেছে তারা স্বৈরাচারের দোসর। তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। সংবাদ সম্মেলন থেকে বানভাসি মানুষের মাঝে খাদ্য, শিক্ষা উপকরণসহ নানা সহযোগিতা তুলে দেয় বিএনপি।

দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষপদে আসীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে চাইলে পদত্যাগ করুন। তিনি জানান, পিএসসি, দুদক ও কমিশনে বসে অনেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ডা. জাহিদ বলেন, দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরই শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে ১৩৭ জন শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে। সেই সঙ্গে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।