Dhaka বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নেপাল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৯৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোহিত পাউডেল। সহ অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টটি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপাল ক্রিকেট জানায়, অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় দেশটি।

বিশ্বকাপের দশম আসরে অংশ নিচ্ছে ২০টি দল। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে হবে মোট ৫৫টি ম্যাচ। নেপালের বোলিং আক্রমণের মূল ভরসা আবারও স্পিন বিভাগ।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞ লেগ স্পিনার সন্দীপ লামিচানে মাঝের ওভারে উইকেট নেওয়ার বড় অস্ত্র হবেন। তার সঙ্গে বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী যোগ করবেন বৈচিত্র্য। অলরাউন্ডার দীপেন্দ্র ও বশির আহমেদ স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবেন।

অলরাউন্ডেও দারুণ সামর্থ্য রয়েছে নেপালের। দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি ব্যাট ও বল দুই বিভাগেই দলের ভারসাম্য রক্ষা করবেন।
ব্যাটিংয়ে ওপেনিংয়ে আগ্রাসী শুরু এনে দেওয়ার দায়িত্ব থাকবে কুশল ভুর্তেলের ওপর। উইকেটকিপার আসিফ শেখ দলের ব্যাটিংয়ে স্থিরতা আনবেন, আর মিডল অর্ডারে লোকেশ বাম তার শট খেলার সামর্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সুন্দীপ জোড়া ও নন্দন যাদব ব্যাটিং লাইনআপে গভীরতা যোগ করবেন।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন সোমপাল কামি ও করণ কেসি। নতুন বলে সুইং এবং ডেথ ওভারে কার্যকারিতা তাদের বড় শক্তি। তাদের সহায়তায় থাকবেন নন্দন যাদব ও শের মাল্লা।

এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। চার ম্যাচে একটিও জয় না পাওয়া সেই হতাশা পেছনে ফেলে এবারের আসরে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রোহিত পাউডেলের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের দল

রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং ঐরি (সহ অধিনায়ক), সন্দীপ লামিচানে, কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), সন্দীপ জোরা, আরিফ শেখ, বশির আহমাদ, সোমপাল কামি, করন কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নেপাল

প্রকাশের সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঘোষিত এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোহিত পাউডেল। সহ অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টটি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেপাল ক্রিকেট জানায়, অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় দেশটি।

বিশ্বকাপের দশম আসরে অংশ নিচ্ছে ২০টি দল। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে হবে মোট ৫৫টি ম্যাচ। নেপালের বোলিং আক্রমণের মূল ভরসা আবারও স্পিন বিভাগ।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞ লেগ স্পিনার সন্দীপ লামিচানে মাঝের ওভারে উইকেট নেওয়ার বড় অস্ত্র হবেন। তার সঙ্গে বাঁহাতি স্পিনার ললিত রাজবংশী যোগ করবেন বৈচিত্র্য। অলরাউন্ডার দীপেন্দ্র ও বশির আহমেদ স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবেন।

অলরাউন্ডেও দারুণ সামর্থ্য রয়েছে নেপালের। দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি ব্যাট ও বল দুই বিভাগেই দলের ভারসাম্য রক্ষা করবেন।
ব্যাটিংয়ে ওপেনিংয়ে আগ্রাসী শুরু এনে দেওয়ার দায়িত্ব থাকবে কুশল ভুর্তেলের ওপর। উইকেটকিপার আসিফ শেখ দলের ব্যাটিংয়ে স্থিরতা আনবেন, আর মিডল অর্ডারে লোকেশ বাম তার শট খেলার সামর্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সুন্দীপ জোড়া ও নন্দন যাদব ব্যাটিং লাইনআপে গভীরতা যোগ করবেন।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন সোমপাল কামি ও করণ কেসি। নতুন বলে সুইং এবং ডেথ ওভারে কার্যকারিতা তাদের বড় শক্তি। তাদের সহায়তায় থাকবেন নন্দন যাদব ও শের মাল্লা।

এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। চার ম্যাচে একটিও জয় না পাওয়া সেই হতাশা পেছনে ফেলে এবারের আসরে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রোহিত পাউডেলের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের দল

রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং ঐরি (সহ অধিনায়ক), সন্দীপ লামিচানে, কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটরক্ষক), সন্দীপ জোরা, আরিফ শেখ, বশির আহমাদ, সোমপাল কামি, করন কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।