Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নোয়েল টাটা। তিনি প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই।

শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রতন টাটার জীবনাবসানের পর থেকেই তার উত্তরসূরির নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কে হতে চলেছে টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। উঠে এসেছিল নোয়েল টাটার নাম।

নোয়েল টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান। তার মায়ের নাম সিমোনে টাটা, ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎ মা।

নাভাল এবং সিমোন টাটার পুত্র নোয়েল বর্তমানে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন এবং টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে রয়েছেন। টাটা স্টিল এবং টাইটানের ভাইস চেয়ারম্যানও এই নোয়েল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, ২০০০ এর দশকের প্রথমদিকে টাটা গ্রুপে যোগ দেওয়ার পর থেকে নোয়েল টাটা ব্যবসায়ীক গোষ্ঠীটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

টাটা সন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোয়েল টাটা গ্রুপের সঙ্গে অন্তত চার দশক ধরে যুক্ত। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এবং ফ্রান্সের ইনসিড থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম করেছেন রতন টাটার এই সৎভাই।

২০১০ সালের আগস্ট এবং ২০২১-এর নভেম্বরের মধ্যে টাটা গ্রুপের ট্রেডিং শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন নোয়েল। তার আমলে সংস্থার বাজারমূল্য আকাশ ছুঁয়েছিল।

টাটা গোষ্ঠীর বিপুল বাণিজ্যিক সাম্রাজ্যের উত্তরাধিকারের সারিতে রয়েছেন নোয়েলের তিন সন্তানও। মায়া টাটা, নেভিল টাটা এবং লি টাটা; তিনজনই বর্তমানে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। মায়া টাটা অপারচুনিটিজ ফান্ড এবং টাটা ডিজিটালের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। টাটা নিউ অ্যাপের কাজেও তার ভূমিকা রয়েছে। নেভিল টাটা ট্রেন্ট লিমিটেডের স্টার বাজারের প্রধান। লি টাটা গোষ্ঠীর হসপিটালিটি ডিভিশনের সঙ্গে যুক্ত।

গত বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৩৭ সালে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার ১০ বছর বয়সে তার বাবা নাভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে দাদির তত্ত্বাবধানে বেড়ে ওঠেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নগদে নতুন বিনিয়োগকারী খুঁজতে সপ্তাহ খানেকের মধ্য বিজ্ঞপ্তি : গভর্নর

টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা

প্রকাশের সময় : ১১:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নোয়েল টাটা। তিনি প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই।

শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রতন টাটার জীবনাবসানের পর থেকেই তার উত্তরসূরির নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কে হতে চলেছে টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। উঠে এসেছিল নোয়েল টাটার নাম।

নোয়েল টাটা স্টিল ও ঘড়ি কোম্পানি টাইটানের ভাইস চেয়ারম্যান। তার মায়ের নাম সিমোনে টাটা, ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎ মা।

নাভাল এবং সিমোন টাটার পুত্র নোয়েল বর্তমানে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন এবং টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে রয়েছেন। টাটা স্টিল এবং টাইটানের ভাইস চেয়ারম্যানও এই নোয়েল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, ২০০০ এর দশকের প্রথমদিকে টাটা গ্রুপে যোগ দেওয়ার পর থেকে নোয়েল টাটা ব্যবসায়ীক গোষ্ঠীটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

টাটা সন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোয়েল টাটা গ্রুপের সঙ্গে অন্তত চার দশক ধরে যুক্ত। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এবং ফ্রান্সের ইনসিড থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম করেছেন রতন টাটার এই সৎভাই।

২০১০ সালের আগস্ট এবং ২০২১-এর নভেম্বরের মধ্যে টাটা গ্রুপের ট্রেডিং শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন নোয়েল। তার আমলে সংস্থার বাজারমূল্য আকাশ ছুঁয়েছিল।

টাটা গোষ্ঠীর বিপুল বাণিজ্যিক সাম্রাজ্যের উত্তরাধিকারের সারিতে রয়েছেন নোয়েলের তিন সন্তানও। মায়া টাটা, নেভিল টাটা এবং লি টাটা; তিনজনই বর্তমানে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। মায়া টাটা অপারচুনিটিজ ফান্ড এবং টাটা ডিজিটালের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। টাটা নিউ অ্যাপের কাজেও তার ভূমিকা রয়েছে। নেভিল টাটা ট্রেন্ট লিমিটেডের স্টার বাজারের প্রধান। লি টাটা গোষ্ঠীর হসপিটালিটি ডিভিশনের সঙ্গে যুক্ত।

গত বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৩৭ সালে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার ১০ বছর বয়সে তার বাবা নাভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে দাদির তত্ত্বাবধানে বেড়ে ওঠেন তিনি।