Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।