Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বাংলাদেশের মুজা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ২০৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বাংলা গানের সঙ্গে মডার্ন মিউজিকের সমন্বয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশি-মার্কিন সংগীতশিল্পী মুজা। বিশেষত সিলেটি ভাষার বেশ কিছু গান তার কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে। ফলে শুধু বাঙালি নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তার গান বিস্তৃত হচ্ছে। যেটার প্রমাণ মিললো আরও একবার। বিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডে জায়গা করে নিয়েছেন এই তরুণ শিল্পী।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারকে বলা হয় বিশ্ব বিনোদনের অন্যতম কেন্দ্র। এছাড়া এটিকে ‘পৃথিবীর সড়ক সংযোগস্থল’ বলেও আখ্যায়িত করা হয়। সুতরাং বিশ্ববাসীর কাছে এই জায়গাটির বিশেষত্ব কতখানি, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন। বিনোদন অঙ্গনে কাজ করেন, এমন সবার মনেই আকাঙ্ক্ষা থাকে, টাইমস স্কয়ারের বড় কোনও বিলবোর্ডে তাকে দেখা যাবে। তবে এই ইচ্ছেপূরণে বাংলাদেশি শিল্পীরা পিছিয়েই আছেন অবশ্য। সেক্ষেত্রে সিলেটে জন্ম নেওয়া মুজা চমৎকার নজির তৈরি করলেন বটে।

সোমবার (৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন মুজা। যেখানে দেখা যায়, টাইমস স্কয়ারের বিশাল এক বিলবোর্ডে তার ছবি। স্পটিফাই-য়ের ‘দেশি হিটস’ ক্যাটাগরিতে তাকে হাইলাইট করা হয়েছে।

এমন অর্জনে মুজার উচ্ছ্বাসের অন্ত নেই। বললেন, আপনার ধারণা নেই, একজন নিউ ইয়র্কবাসীর কাছে এটা কতটা আনন্দের। ছোটবেলায় সবসময় এই আইকনিক বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যেতাম, কিন্তু কখনও কল্পনা করিনি আমি এই বিলবোর্ডে থাকবো, বিশেষ করে একজন বাঙালি শিল্পী হিসেবে।

আঁচ করা যায়, বিলবোর্ডে এই প্রচারণার বন্দোবস্ত করেছে সময়ের সবচেয়ে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। যেখানে মুজার গানের চাহিদা বেশ। তাই প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাতে ভুললেন না গায়ক। সেই সঙ্গে শ্রোতাদের উদ্দেশে বললেন, আমার গানের প্রত্যেকটি শ্রোতাকে ধন্যবাদ, যারা আমার মিউজিক শেয়ার করেছেন, সমর্থন করেছেন এবং এর তালে নেচেছেন। আপনাদের জন্য আমি আমার অনেক স্বপ্ন পূরণ করলাম।

এদিকে মুজার এমন অর্জনে আপ্লুত তার বাবা-মা। টাইমস স্কয়ারে দাঁড়িয়ে ছেলেকে দেখলেন বিখ্যাত বিলবোর্ডে। সেই আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দিও করেছেন তারা। বাবা-মায়ের ওই মুহূর্তটি শেয়ার করে মুজা বললেন, আমার আব্বু-আম্মু; তারা সিলেট থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এবং আমাকে বড় করে তুলেছেন বাংলাকে ভালোবাসতে। এখন তারা নিউইয়র্কের অন্যতম বড় বিলবোর্ডে আমাকে দেখছেন! আমি কাঁদছি না, তারা কাঁদছেন! সৃষ্টিকর্তার প্রতি সমস্ত কৃতজ্ঞতা।

এর আগে কানাডার টরন্টো ইটন সেন্টারের বিলবোর্ডেও দেখা গেছে মুজাকে। সেখানেও তাকে স্পটিফাইয়ের ‘দেশি হিটস’ ক্যাটাগরিতে প্রদর্শন করা হয়েছিল।

উল্লেখ্য, নিজের নামের ইউটিউব চ্যানেলেই গান প্রকাশ করেন মুজা। তার গাওয়া কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘নয়া দামান’ (১৩ মিলিয়ন), ‘চেনা চেনা’ (১৯ মিলিয়ন), ‘ঝুমকা’ (৭২ মিলিয়ন) ইত্যাদি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বাংলাদেশের মুজা

প্রকাশের সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

বাংলা গানের সঙ্গে মডার্ন মিউজিকের সমন্বয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশি-মার্কিন সংগীতশিল্পী মুজা। বিশেষত সিলেটি ভাষার বেশ কিছু গান তার কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে। ফলে শুধু বাঙালি নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তার গান বিস্তৃত হচ্ছে। যেটার প্রমাণ মিললো আরও একবার। বিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডে জায়গা করে নিয়েছেন এই তরুণ শিল্পী।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারকে বলা হয় বিশ্ব বিনোদনের অন্যতম কেন্দ্র। এছাড়া এটিকে ‘পৃথিবীর সড়ক সংযোগস্থল’ বলেও আখ্যায়িত করা হয়। সুতরাং বিশ্ববাসীর কাছে এই জায়গাটির বিশেষত্ব কতখানি, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন। বিনোদন অঙ্গনে কাজ করেন, এমন সবার মনেই আকাঙ্ক্ষা থাকে, টাইমস স্কয়ারের বড় কোনও বিলবোর্ডে তাকে দেখা যাবে। তবে এই ইচ্ছেপূরণে বাংলাদেশি শিল্পীরা পিছিয়েই আছেন অবশ্য। সেক্ষেত্রে সিলেটে জন্ম নেওয়া মুজা চমৎকার নজির তৈরি করলেন বটে।

সোমবার (৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন মুজা। যেখানে দেখা যায়, টাইমস স্কয়ারের বিশাল এক বিলবোর্ডে তার ছবি। স্পটিফাই-য়ের ‘দেশি হিটস’ ক্যাটাগরিতে তাকে হাইলাইট করা হয়েছে।

এমন অর্জনে মুজার উচ্ছ্বাসের অন্ত নেই। বললেন, আপনার ধারণা নেই, একজন নিউ ইয়র্কবাসীর কাছে এটা কতটা আনন্দের। ছোটবেলায় সবসময় এই আইকনিক বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যেতাম, কিন্তু কখনও কল্পনা করিনি আমি এই বিলবোর্ডে থাকবো, বিশেষ করে একজন বাঙালি শিল্পী হিসেবে।

আঁচ করা যায়, বিলবোর্ডে এই প্রচারণার বন্দোবস্ত করেছে সময়ের সবচেয়ে জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। যেখানে মুজার গানের চাহিদা বেশ। তাই প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাতে ভুললেন না গায়ক। সেই সঙ্গে শ্রোতাদের উদ্দেশে বললেন, আমার গানের প্রত্যেকটি শ্রোতাকে ধন্যবাদ, যারা আমার মিউজিক শেয়ার করেছেন, সমর্থন করেছেন এবং এর তালে নেচেছেন। আপনাদের জন্য আমি আমার অনেক স্বপ্ন পূরণ করলাম।

এদিকে মুজার এমন অর্জনে আপ্লুত তার বাবা-মা। টাইমস স্কয়ারে দাঁড়িয়ে ছেলেকে দেখলেন বিখ্যাত বিলবোর্ডে। সেই আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দিও করেছেন তারা। বাবা-মায়ের ওই মুহূর্তটি শেয়ার করে মুজা বললেন, আমার আব্বু-আম্মু; তারা সিলেট থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এবং আমাকে বড় করে তুলেছেন বাংলাকে ভালোবাসতে। এখন তারা নিউইয়র্কের অন্যতম বড় বিলবোর্ডে আমাকে দেখছেন! আমি কাঁদছি না, তারা কাঁদছেন! সৃষ্টিকর্তার প্রতি সমস্ত কৃতজ্ঞতা।

এর আগে কানাডার টরন্টো ইটন সেন্টারের বিলবোর্ডেও দেখা গেছে মুজাকে। সেখানেও তাকে স্পটিফাইয়ের ‘দেশি হিটস’ ক্যাটাগরিতে প্রদর্শন করা হয়েছিল।

উল্লেখ্য, নিজের নামের ইউটিউব চ্যানেলেই গান প্রকাশ করেন মুজা। তার গাওয়া কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘নয়া দামান’ (১৩ মিলিয়ন), ‘চেনা চেনা’ (১৯ মিলিয়ন), ‘ঝুমকা’ (৭২ মিলিয়ন) ইত্যাদি।