Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় আল নাসর

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

এএফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচে যারা চোখ রেখেছেন, তারাই কেবল জানেন এশিয়ান ফুটবলেও এমন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হতে পারে। গোলের ছড়াছড়ি, লাল কার্ড, টাইব্রেকারৃ ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর এবং আরব আমিরাতের আল আইনের ম্যাচে দেখা গেল সবই। এশিয়ান ক্লাব পর্যায়ের শীর্ষ আসরে রোনালদো আবারও নায়ক হতে পারতেন। তবে সতীর্থদের ব্যর্থতার রাতে তাকে হতে হয়েছে ব্যর্থ।

আল নাসর ৪ (১) – ৩ (৩) আল-আইন (অ্যাগ্রিগেট: ৪-৪)

ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে বহুবারই একা হাতে রিয়াল মাদ্রিদ কিংবা জুভেন্টাসকে জয় এনে দিয়েছিলেন রোনালদো। সোমবার (১১ মার্চ) রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও ছিল তেমন সমীকরণ। আল-আইনের বিপক্ষে অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়েছিল তারা। সেখান থেকে পেনাল্টিতে গোল করে রোনালদোইই এনেছেন সমতা। যদিও টাইব্রেকে গিয়ে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো আল-নাসরকে।

প্রথম লেগে আল আইনের মাঠে হেরেছিল আল নাসের। ১-০ বযবধানে সেই আহ্রের পর গতকাল দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলতে নামে রোনালদোর দল। তবে এ ম্যাচে ২৮ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে আল নাসের। এরপর ৪৫ মিনিটে আরও এক গোল হজম করলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রোনালদোর দল।

তবে পেওথমার্ধের যোগ করা সময়ে গোল করে আল নাসেরকে সমতায় ফেরান আব্দুল রহমান গারিব। এরপর ৫১ মিনিটে আল আইনের খালিদ ইসা নিজেদের জালেই বল জড়ালে সমতায় ফেরে রোনালদোর দল। এরপর ৭২ মিনিটে অ্যালেক্স তেলেসের গোলে গোলে এগিয়ে যায় আল নাসের। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

এরপর ১০৩ মিনিটের সময় আবার গোলের দেখা পায় আল আইন। ফলে ফের হারের শঙ্কা জাগে আল নাসেরের ফুটবলারদের। এমন সময়ে দলকে সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে আল আইনের গোল পোস্ট থেকে মাত্র ৩ গজ দূরে বল পেয়েও জালে জড়াতে পারেননি তিনি।

তবে সহজ লক্ষ্য থেকে গোল করতে না পারলেও পরে এই পর্তুগীজ মহাতারকার গোলেই সমতায় ফিরেছে আল নাসের। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতা এনে দেন তিনি। এদিকে অতিরিক্ত সময়েও কোনো দল না জেতায় ম্যাচ গাড়্য টাইব্রেকারে।

আর টাইব্রেকারে আল নাসেরের হয়ে বল জালে জড়াতে পেরেছেন কেবল রোনালদোই। ব্রোজোভিচ, তেলেস ও ওতাভিওরা লক্ষ্যভেদ করতে না পারায় ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আল আইন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর

টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় আল নাসর

প্রকাশের সময় : ০২:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

এএফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচে যারা চোখ রেখেছেন, তারাই কেবল জানেন এশিয়ান ফুটবলেও এমন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হতে পারে। গোলের ছড়াছড়ি, লাল কার্ড, টাইব্রেকারৃ ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর এবং আরব আমিরাতের আল আইনের ম্যাচে দেখা গেল সবই। এশিয়ান ক্লাব পর্যায়ের শীর্ষ আসরে রোনালদো আবারও নায়ক হতে পারতেন। তবে সতীর্থদের ব্যর্থতার রাতে তাকে হতে হয়েছে ব্যর্থ।

আল নাসর ৪ (১) – ৩ (৩) আল-আইন (অ্যাগ্রিগেট: ৪-৪)

ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে বহুবারই একা হাতে রিয়াল মাদ্রিদ কিংবা জুভেন্টাসকে জয় এনে দিয়েছিলেন রোনালদো। সোমবার (১১ মার্চ) রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও ছিল তেমন সমীকরণ। আল-আইনের বিপক্ষে অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়েছিল তারা। সেখান থেকে পেনাল্টিতে গোল করে রোনালদোইই এনেছেন সমতা। যদিও টাইব্রেকে গিয়ে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো আল-নাসরকে।

প্রথম লেগে আল আইনের মাঠে হেরেছিল আল নাসের। ১-০ বযবধানে সেই আহ্রের পর গতকাল দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলতে নামে রোনালদোর দল। তবে এ ম্যাচে ২৮ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে আল নাসের। এরপর ৪৫ মিনিটে আরও এক গোল হজম করলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রোনালদোর দল।

তবে পেওথমার্ধের যোগ করা সময়ে গোল করে আল নাসেরকে সমতায় ফেরান আব্দুল রহমান গারিব। এরপর ৫১ মিনিটে আল আইনের খালিদ ইসা নিজেদের জালেই বল জড়ালে সমতায় ফেরে রোনালদোর দল। এরপর ৭২ মিনিটে অ্যালেক্স তেলেসের গোলে গোলে এগিয়ে যায় আল নাসের। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

এরপর ১০৩ মিনিটের সময় আবার গোলের দেখা পায় আল আইন। ফলে ফের হারের শঙ্কা জাগে আল নাসেরের ফুটবলারদের। এমন সময়ে দলকে সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে আল আইনের গোল পোস্ট থেকে মাত্র ৩ গজ দূরে বল পেয়েও জালে জড়াতে পারেননি তিনি।

তবে সহজ লক্ষ্য থেকে গোল করতে না পারলেও পরে এই পর্তুগীজ মহাতারকার গোলেই সমতায় ফিরেছে আল নাসের। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতা এনে দেন তিনি। এদিকে অতিরিক্ত সময়েও কোনো দল না জেতায় ম্যাচ গাড়্য টাইব্রেকারে।

আর টাইব্রেকারে আল নাসেরের হয়ে বল জালে জড়াতে পেরেছেন কেবল রোনালদোই। ব্রোজোভিচ, তেলেস ও ওতাভিওরা লক্ষ্যভেদ করতে না পারায় ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আল আইন।