Dhaka মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী মিরাজ।

সাম্প্রতিক সময়ের নানা বিতর্ক দূরে ঠেলে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ম্যাচটি গা গরমের হলেও ওপেনার লিটন ও তানজিদ তামিমের ওপর নজর রাখছে বাংলাদেশ।

কেননা, সম্প্রতি ব্যাট হাতে এই দুই ওপেনারের মধ্যে ছন্দে নয় কেউই। তাই মূল লড়াইয়ের আগে তাদের রানে ফেরাটা জরুরী। তাছাড়া এ ম্যাচে জয় পেলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটাও বাড়বে বাংলাদেশের।

বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।

৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে। আর ৫ তারিখ গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর।

আবহাওয়া

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশের সময় : ০২:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপের আগে গা গরমের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী মিরাজ।

সাম্প্রতিক সময়ের নানা বিতর্ক দূরে ঠেলে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ম্যাচটি গা গরমের হলেও ওপেনার লিটন ও তানজিদ তামিমের ওপর নজর রাখছে বাংলাদেশ।

কেননা, সম্প্রতি ব্যাট হাতে এই দুই ওপেনারের মধ্যে ছন্দে নয় কেউই। তাই মূল লড়াইয়ের আগে তাদের রানে ফেরাটা জরুরী। তাছাড়া এ ম্যাচে জয় পেলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটাও বাড়বে বাংলাদেশের।

বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে।

৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে। আর ৫ তারিখ গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপের মূল আসর।