স্পোর্টস ডেস্ক :
সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দু’দলই এখনও পর্যন্ত দুটি করে ম্যাচ জিতেছে এবারের বিশ্বকাপে। আজ একটি দলের জয় সংখ্যা বেড়ে যাবে, নিশ্চিত। সেই দল কোনটি?
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সে সিদ্ধান্ত হবে আজ। দিবা-রাত্রির এই ম্যাচের শুরুতেই টস নামক ভাগ্যের খেলায় জয় পেলেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। টস জিতেই তিনি ব্যাট করার আমন্ত্রণ জানালেন শ্রীলঙ্কাকে এবং নিজেরা সিদ্ধান্ত নিলেন ফিল্ডিংয়ের।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই একাদশে এনেছে পরিবর্তন। শ্রীলঙ্কা দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। তাদের দলে জায়গা পেয়েছেন দুশমন্থ চামিরা এবং করুনারত্নে। এদিকে আফগানিস্তান দলে রয়েছে এক পরিবর্তন। নুরের পরিবর্তে দলে এসেছেন ফজল হক ফারুকী।
এখন পর্যন্ত ওয়ানডেতে ১১বার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে শ্রীলঙ্কার জয় ৭, আফগানিস্তানের জয় ৩টিতে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে আফগানদের বিপক্ষে দুবারের দেখাতেই জয় পেয়েছে লঙ্কানরা।
আগের ম্যাচের সেরা ক্রিকেটার লাহিরু কুমারা চোটের জন্য পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন পেসার দুশ্মন্ত চামিরা। অপরদিকে ওপেনার কুশল পেরারার বদলে একাদশে ফিরেছেন দিমুথ করুনারত্নে। আফগানিস্তান একাদশে জায়গা হারিয়েছেন স্পিনার নূর আহমেদ, তার বদলে দলে জায়গা পেয়েছেন পেসার ফজল হক ফারুকি।
আফগানিস্তান একাদশ :
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাঈ, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজল হক ফারুকী।
শ্রীলঙ্কা একাদশ :
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।