Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার উপজেলা আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা

টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা বাদী হয়ে মানহানি ও ভয়ভীতির অভিযোগে এ মামলা দায়ের করেন।

মামলার আসামি হাফিজ আল আসাদ বারেক টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন সোহানা তাহমিনা। ভোটের আগে গত ২৮ ডিসেম্বর টঙ্গীবাড়ি উপজেলার মাদ্রা এলাকায় এক নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ জনসম্মুখে সোহান তাহমিনার বৈধ বিবাহের বিষয়ে প্রশ্নবিদ্ধসহ বিভিন্ন বিষয়ে তাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন বক্তব্য দেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় রোববার আদালতের দ্বারস্থ হন সোহানা তাহমিনা।

এ বিষয়ে সোহানা তাহমিনা বলেন, আমি নারী প্রার্থী ছিলাম। আমাকে হেয় প্রতিপন্ন করে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্য দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতা। ফেসবুকে তা ভাইরাল হয়েছে। বিষয়টি নারী হিসেবে কষ্টদায়ক। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কারওয়ান বাজার এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৩০

টঙ্গীবাড়ীতে নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার উপজেলা আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪

টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা বাদী হয়ে মানহানি ও ভয়ভীতির অভিযোগে এ মামলা দায়ের করেন।

মামলার আসামি হাফিজ আল আসাদ বারেক টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন সোহানা তাহমিনা। ভোটের আগে গত ২৮ ডিসেম্বর টঙ্গীবাড়ি উপজেলার মাদ্রা এলাকায় এক নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ জনসম্মুখে সোহান তাহমিনার বৈধ বিবাহের বিষয়ে প্রশ্নবিদ্ধসহ বিভিন্ন বিষয়ে তাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন বক্তব্য দেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় রোববার আদালতের দ্বারস্থ হন সোহানা তাহমিনা।

এ বিষয়ে সোহানা তাহমিনা বলেন, আমি নারী প্রার্থী ছিলাম। আমাকে হেয় প্রতিপন্ন করে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্য দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতা। ফেসবুকে তা ভাইরাল হয়েছে। বিষয়টি নারী হিসেবে কষ্টদায়ক। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।