গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে ডুয়েট শিক্ষকসহ এক পাঠাও চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী বিআরটি প্রজেক্টের ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক ও অপরজন পাঠাওচালক।
নিহত ডুয়েটের শিক্ষক রামচন্দ্র সাহা (৪২) ঢাকার মোহাম্মদপুরের ৪৩/সি রামচন্দ্রপুর এলাকার স্বপ্ন কুটির এ-৪ ইউনিটের বাসিন্দা ছিলেন।
তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক ছিলেন। নিহত অপরজন হলেন পাঠাওচালক দিদার হোসেন (৪০)। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চেরাগ আলী ফ্লাইওভারের মুখে গাজীপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলে পাঠাওচালক দিদার হোসেন মারা যান। আর গুরুতর আহত হন রামচন্দ্র সাহা। তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মো. রোকন উদ্দিন জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালক ও সহকারীসহ যাত্রীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শাহা মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রভাতীবনশ্রী বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।