গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা টানাতে গিয়ে আয়নাল হোসেন (৩৮) ও আশরাফুল ইসলাম (৪২) নামে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড় ৭টায় টঙ্গীর বিসিক শিল্পনগরীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)। তারা টঙ্গী বিসিকের আইডিএস নামক একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক।
নিহত আয়নাল হক মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া এবং আশরাফুল বিসিক ফকির মার্কেট এলাকায় পবিবার নিয়ে থাকতেন।
জানা গেছে, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকায় আইএফএল গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল কারখানার পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে ৭টায় লোহার রডের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে যান। এসময় অসাবধানতাবশত জাতীয় পতাকা টানানোর রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শে লেগে বিদ্যুতায়িত হয়ে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের কারখানার অন্যান্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাদের মরদেহ সুরতহাল করেন।
এ বিষয়ে নির্মাণপ্রতিষ্ঠান আইডিএসের তত্ত্বাবধায়ক শামীম মিয়া কলের কণ্ঠকে বলেন, পতাকা টাঙাতে গিয়ে আমাদের দুইজন শ্রমিক মারা গেছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, দুইজন শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।