Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দগ্ধ দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী হাফিজা আক্তার (২০) ও বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে স্বামী মোহাম্মদ রিপন (২৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (৩ আগস্ট) সকালের দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৪ মাসে শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। রায়হানের মা হাফিজা আক্তার বুধবার রাত সাড়ে ১১টার দিকে এবং রায়হানের বাবা মোহাম্মদ রিপন আজ ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। তাদের মধ্যে হাফিজা আক্তার এর শরীরের ৭০ শতাংশ এবং রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে।

জানা গেছে, রবিবার গাজীপুরের টঙ্গীর মিরের বাজারে এলাকা থেকে গ্যাস লিকেজ বিস্ফোরণের ঘটনায় ওইদিন সকালের দিকে দগ্ধ অবস্থায় চার মাসের শিশুসহ একই পরিবারের তিন জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দগ্ধ দম্পতির মৃত্যু

প্রকাশের সময় : ১২:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্ত্রী হাফিজা আক্তার (২০) ও বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে স্বামী মোহাম্মদ রিপন (২৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (৩ আগস্ট) সকালের দিকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৪ মাসে শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। রায়হানের মা হাফিজা আক্তার বুধবার রাত সাড়ে ১১টার দিকে এবং রায়হানের বাবা মোহাম্মদ রিপন আজ ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যান। তাদের মধ্যে হাফিজা আক্তার এর শরীরের ৭০ শতাংশ এবং রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়েছে।

জানা গেছে, রবিবার গাজীপুরের টঙ্গীর মিরের বাজারে এলাকা থেকে গ্যাস লিকেজ বিস্ফোরণের ঘটনায় ওইদিন সকালের দিকে দগ্ধ অবস্থায় চার মাসের শিশুসহ একই পরিবারের তিন জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।