নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সাত কিলোমিটার পাকা রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি দিয়ে চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীর। এর আগে সড়কটির কিছু অংশে খানাখন্দ থাকলেও মানুষ চলাচল করতে পারতো কিন্তু এখন রাস্তা খুঁড়ে রাখায় যানবাহন চলাচলে একবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আড়িয়ল বালিগাঁও ৭ কিলোমিটার সড়কটি খুঁড়ে রাখা হয়েছে। এতে এই সড়কে চলাচলকারী লাখো মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে। সড়কটির সংস্কার কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান এফ কে কনস্ট্রাকশন। এর আগে সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ার পড়ে সড়কে নিম্নমানের ইটা ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছিল।
এলাকাবাসীরা জানান, রাস্তাটি খুঁড়ে কাজ বন্ধ রাখা হয়েছে। আড়িয়ল-বালিগাঁও সড়কটি দিয়ে প্রতিদিন ৮ গ্রামের মানুষকে বালিগাঁও বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী কেনাকাটার জন্য চলাচল করতে হয়। রাস্তাটি যানবাহন চলাচলে অচল করে রাখায় ভোগান্তিতে পড়েছে এসব সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, রাস্তাটি খুঁড়ে সংস্কার কাজ বন্ধ রাখা হয়েছে। ঠিকাদার ও শ্রমিক কাউকেই পাওয়া যাচ্ছেনা । রাস্তাটি এভাবে ফেলে না রেখে দ্রুত কাজ শেষ করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানান ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন বলেন, উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলছি। খোঁজ খবর নিয়ে সমাধানের ব্যবস্থা করা হবে।