Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় পারাপার, ভোগান্তি এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক : 

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে গুমানী নদী। গুমানী নদীর ছাইকোলা শাহবাড়ী নদী ঘাটের দু’পাড়ের গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর এই তিন জেলার সীমান্ত এলাকা হওয়ায় চাটমোহর, তাড়াশ ও গুরুদাসপুর তিন উপজেলার শত শত একর জমির ফসল এই ঘাট দিয়েই পার হয়। একটি ব্রিজের অভাবে দু’পাড়ের মানুষ নৌকা ও বাঁশের তৈরি সাঁকোর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করেন। দুর্ভোগ লাঘবে নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসী।

উপজেলার ছাইকোলা চরএনায়েতপুর, ইয়াছিনপুর, চরকাজিপুর ও মিলনচর এই ৫টি গ্রামের কয়েক হাজার মানুষের ভরসা একটি মাত্র বাঁশের সাঁকো। এ সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

চরএনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, ছাইকোলা শাহবাড়ী নদী ঘাটে একটি ব্রিজ একান্ত প্রয়োজন। ব্রিজ না থাকায় আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসী দীর্ঘদিন থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

ছাইকোলা দিঘল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিকুজ্জামান জানান, নদীতে ব্রিজটি নির্মাণ হলে স্কুলের ছাত্র-ছাত্রী প্রতিদিন যথাসময়ে স্কুলে আসা ও দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পেত।

ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, এলাকাবাসীর স্বার্থে ওই স্থানে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি। ব্রিজ নির্মাণ হলে এলাকার পিছিয়ে পড়া মানুষগুলোর উন্নয়ন হবে।

চাটমোহর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতান মাহমুদ বলেন, ছাইকোলা শাহ বাড়ি নদী ঘাটে ব্রিজ প্রয়োজন বিষয়টি জানতে পারলাম। এলাকা পরিদর্শন করে প্রয়োজনে সেখানে একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাবনা দেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোয় পারাপার, ভোগান্তি এলাকাবাসী

প্রকাশের সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে গুমানী নদী। গুমানী নদীর ছাইকোলা শাহবাড়ী নদী ঘাটের দু’পাড়ের গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর এই তিন জেলার সীমান্ত এলাকা হওয়ায় চাটমোহর, তাড়াশ ও গুরুদাসপুর তিন উপজেলার শত শত একর জমির ফসল এই ঘাট দিয়েই পার হয়। একটি ব্রিজের অভাবে দু’পাড়ের মানুষ নৌকা ও বাঁশের তৈরি সাঁকোর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করেন। দুর্ভোগ লাঘবে নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি এলাকাবাসী।

উপজেলার ছাইকোলা চরএনায়েতপুর, ইয়াছিনপুর, চরকাজিপুর ও মিলনচর এই ৫টি গ্রামের কয়েক হাজার মানুষের ভরসা একটি মাত্র বাঁশের সাঁকো। এ সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

চরএনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন বলেন, ছাইকোলা শাহবাড়ী নদী ঘাটে একটি ব্রিজ একান্ত প্রয়োজন। ব্রিজ না থাকায় আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসী দীর্ঘদিন থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

ছাইকোলা দিঘল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিকুজ্জামান জানান, নদীতে ব্রিজটি নির্মাণ হলে স্কুলের ছাত্র-ছাত্রী প্রতিদিন যথাসময়ে স্কুলে আসা ও দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পেত।

ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, এলাকাবাসীর স্বার্থে ওই স্থানে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি। ব্রিজ নির্মাণ হলে এলাকার পিছিয়ে পড়া মানুষগুলোর উন্নয়ন হবে।

চাটমোহর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতান মাহমুদ বলেন, ছাইকোলা শাহ বাড়ি নদী ঘাটে ব্রিজ প্রয়োজন বিষয়টি জানতে পারলাম। এলাকা পরিদর্শন করে প্রয়োজনে সেখানে একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাবনা দেওয়া হবে।