ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) । প্রতিদিনই এই সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ধরা পড়ছে নারী, শিশুসহ চোরাকারবারিরা।
বুধবার (৮ জানুয়ারি) রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবি’র বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি। আটকদের মধ্যে ছয়জন নারী, ১৩ জন পুরুষ এবং পাঁচজন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, সীমান্তে ২০২৫ সালে ৮৯ জন এবং ২০২৪ সালে আটক হন দুই হাজার ৩১১ জন। এদের মধ্যে বাংলাদেশী নাগরিক দুই হাজার ২৫৭ জন, ভারতীয় নাগরিক ৩৪ জন, মিয়ানমারের নাগরিক ২০ জন।