Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় দুর্ঘটনায় শের আলী (৫৫) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) ভোরের দিকে নগরবাথান এলাকার ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দ্দারের ছেলে।

ঘোষপাড়া গ্রামের মাহফুজ জানান, সোমবার ভোরে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের শের আলী তার আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ওই ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আমারও তাকে হাসপাতালে মৃত অবস্থায় পাই। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আবহাওয়া

মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা, ঢাকার বাইরে বিমান প্রশিক্ষণের সুপারিশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু

প্রকাশের সময় : ০১:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় দুর্ঘটনায় শের আলী (৫৫) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) ভোরের দিকে নগরবাথান এলাকার ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দ্দারের ছেলে।

ঘোষপাড়া গ্রামের মাহফুজ জানান, সোমবার ভোরে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের শের আলী তার আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ওই ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আমারও তাকে হাসপাতালে মৃত অবস্থায় পাই। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।