ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিটের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। সেসময় তার মেয়েকে মাকে বাঁচাতে ছুটে আসেন মা। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম জানান, সকালে মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান এবং দেখতে পান বিদ্যুতায়িত হয়ে ঘরের মধ্যেই পড়ে আছেন। উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ তথ্যের সত্যতা নিশ্চিত কওে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে মরিয়মের স্বামী সাপের কামড়ে মারা যান। মেয়ে তাসলিমাকে নিয়ে স্বামীর ভিটেতে থাকতেন তিনি।