ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী দুই শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের কোটচাঁদপুরের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের প্রতিবেশি অঞ্জলী খাতুন জানান, নিহত রাফানের বাবা রবিউল ইসলাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার দিন রাফানকে ডাক্তার দেখিয়ে তার মা রাবিয়া খাতুন ও দাদি শিউলি বেগমসহ অন্যরা একটি ব্যাটারিচালিত ভ্যানে কোটচাঁদপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাশিপুর কলেজ মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান অপর দিক থেকে যাত্রী নিয়ে আসা ওই ইঞ্জিনচালিত ভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী দুই শিশু ও ভ্যানচালক নিহত হয় ও অজ্ঞাত (২৫) একজনসহ পাঁচ যাত্রী গুরুতর জখম হন। পরে আহত অজ্ঞাত ব্যক্তি যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
অপর নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের পুত্র রাফান (৮), কালীগঞ্জ উপজেলার বলাকান্দ গ্রামের শাহিনের কন্যা খুকুমণি (২) ও ভ্যানচালক কালীগঞ্জ উপজেলার সাহাপুর ঘিঘাটির সোলেমান হোসেন (৭০)। গুরুতর আহতরা হচ্ছেন। গুরুতর আহতরা হচ্ছেন- এলাঙ্গী গ্রামের তোরাব আলীর স্ত্রী শিউলি বেগম (৫০), তার মেয়ে রিমা খাতুন (২৫), কালীগঞ্জের বলিদা পাড়া গ্রামের অন্তর (১৮) এবং চট্টগ্রামের আলামিন হোসেন (৫২)।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তারুণী পাশা জানান, আহতদেরকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মঈনদ্দিন জানান, এ দুর্ঘটনায় নিহত দুই শিশুসহ তিনজনের লাশ কোটচাঁদপুর হাসপাতালে রয়েছে। পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে।