ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাত (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে। চলন্ত ট্রেনের নীচে পড়ে তার শরীর দ্বি-খণ্ডিত হয়ে যায়। স্থানীয়দের ধারণা, নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী।
রেল লাইনের পাশে মাঠে কাজ করা কৃষক জানান, ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখেছিলাম। তাকে দেখে মনে হয়েছিল সে মানসিক প্রতিবন্ধি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, ট্রেনের চালকের মাধ্যমে জানতে পারি বাবরা রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েছে। পরে লোকজন পাঠিয়ে নিশ্চিত হয়ে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।